Shashi Tharoor

কংগ্রেসের ভোটগণনার মধ্যেই ‘রিগিং’-এর অভিযোগ শশী শিবিরের! আঙুল উত্তরপ্রদেশের দিকে

বুধবার সকাল ১০টা থেকে কংগ্রেস সভাপতি নির্বাচনের ভোটগণনা। মল্লিকার্জুন খড়্গেই যে ভোটে জিতে সভাপতি হচ্ছেন, সে বিষয়ে কংগ্রেস নেতারা নিশ্চিত। এর মাঝেই অভিযোগ তুললেন অপর প্রার্থীর ঘনিষ্ঠ মহল।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২২ ১২:২৮
গণনার দিন গুরুতর অভিযোগ!

গণনার দিন গুরুতর অভিযোগ! —ফাইল চিত্র।

কংগ্রেসের সভাপতি নির্বাচনের ভোটগণনার দিনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন শশী তারুর। সভাপতির পদপ্রার্থী শশী শিবিরের অভিযোগ, ভোট প্রক্রিয়ায় ‘অত্যন্ত গুরুতর অনিয়ম’ হয়েছে। উত্তরপ্রদেশের ভোট ‘অবাধ এবং স্বচ্ছ নয়’।

বুধবার সকাল ১০টা থেকে কংগ্রেস সভাপতি নির্বাচনের ভোটগণনা। মল্লিকার্জুন খড়্গেই যে ভোটে জিতে সভাপতি হচ্ছেন, সে বিষয়ে কংগ্রেস নেতারা নিশ্চিত। একই সঙ্গে, সভাপতি হয়েই মল্লিকার্জুনকে জোড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেও তাঁরা নিশ্চিত। একটি চ্যালেঞ্জ, রাজস্থানে অশোক গহলৌত বনাম সচিন পাইলট বিবাদ। অন্যটি গুজরাত-হিমাচলের বিধানসভা নির্বাচন। আর বুধবার গণনা শুরু হওয়ার মাঝে কংগ্রেস সভাপতির পদপ্রার্থী শশী শিবিরের দাবি, উত্তরপ্রদেশের নির্বাচনী প্রক্রিয়ায় বেশ কিছু ‘বিরক্তিকর তথ্য’ সামনে এসেছে। তাই সেখানকার ভোট বাতিল করার দাবি জানিয়েছেন তাঁরা।

Advertisement

তবে অভিযোগ এনেও তারুরের নির্বাচনী এজেন্ট সলমন সোজ় বলেন, ‘‘আমরা মধুসূদন মিস্ত্রির অফিসের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছি। বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেছি। এখনই সুনির্দিষ্ট ভাবে কিছু বলছি না।’’

মিস্ত্রিকে দেওয়া চিঠিতে শশী শিবির জানিয়েছে, উত্তরপ্রদেশে ভোটের ক্ষেত্রে বেশ কিছু অনিয়মের অভিযোগ পেয়েছে তারা। লেখা হয়েছে, ‘বেশ কিছু তথ্য আমাদের কাছে এসেছে। সেগুলো পর্যালোচনা করলে দেখবেন উত্তরপ্রদেশের ভোটে বিশ্বাসযোগ্যতা এবং সততার অভাব রয়েছে।’

তবে এই বিষয়টি নিয়ে মল্লিখার্জুন খড়্গে ওয়াকিবহাল কি না তা জানে না শশী শিবির। তারা চিঠিতে লিখেছে, ‘আমরা জানি না, এ ব্যাপারে মল্লিকার্জুনজি কিছু জানেন কি না। আমাদের কাছে তার কোনও প্রমাণও নেই। কিন্তু আমরা একটা ব্যাপারে নিশ্চিত, তিনি যদি জানতেন যে, তাঁর সমর্থকেরা কী ভাবে উত্তরপ্রদেশের ভোটে অনিয়ম করছে, তা হলে তিনি তা বরদাস্ত করতেন না।’

আরও পড়ুন
Advertisement