Congress MP

কংগ্রেস সাংসদের বিরুদ্ধে ধর্ষণের মামলা সীতাপুরে, রাজনৈতিক কেরিয়ার গড়ার প্রতিশ্রুতি নির্যাতিতাকে!

পুলিশ জানিয়েছে, ধর্ষণের প্রমাণ হিসাবে নির্যাতিতা কলের রেকর্ড এবং নথিও জমা দিয়েছেন থানায়। তিনি আরও অভিযোগ করেছেন যে, অভিযুক্ত তাঁকে ক্রমাগত হুমকি দিচ্ছিলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৭:২৫
সীতাপুরের কংগ্রেস সাংসদ রাকেশ রাঠোর।

সীতাপুরের কংগ্রেস সাংসদ রাকেশ রাঠোর। ছবি: সংগৃহীত।

সীতাপুরের কংগ্রেস সাংসদ রাকেশ রাঠোরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। কোতোয়ালি থানায় দায়ের হয়েছে মামলা। পুলিশ সুপার চক্রেশ মিশ্র জানিয়েছেন, গত ১৫ জানুয়ারি ধর্ষিত হয়েছেন বলে অভিযোগ করেছেন নির্যাতিতা। তিনি আরও অভিযোগ করেছেন, তাঁকে বিয়ে করা এবং তাঁর রাজনৈতিক কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গত চার বছরে বেশ কয়েক বার ধর্ষণ করেছেন রাকেশ।

Advertisement

এই প্রসঙ্গে পুলিশ সুপার চক্রেশ জানিয়েছেন, সীতাপুরের কোতোয়ালি থানায় এক মহিলা ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন সাংসদ রাকেশের বিরুদ্ধে। গত চার বছর ধরে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ধর্ষণের প্রমাণ হিসাবে নির্যাতিতা কলের রেকর্ড এবং নথিও জমা দিয়েছেন থানায়। তিনি আরও অভিযোগ করেছেন যে, অভিযুক্ত তাঁকে ক্রমাগত হুমকি দিচ্ছিলেন।

নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করিয়েছে পুলিশ। তাঁর বয়ান আদালতে রেকর্ড করা হয়েছে। সুপার জানিয়েছেন, ওই নির্যাতিতাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। রাকেশ সমাজমাধ্যমে পোস্ট দিয়ে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ‘রাজনৈতিক চক্রান্ত’ করে ফাঁসানো হয়েছে তাঁকে।

Advertisement
আরও পড়ুন