Corporate Funding to BJP

আয়কর, ইডির অভিযানের পরেই বিজেপিকে অনুদান ২৩ কর্পোরেটের? কংগ্রেস চাইল অভিযোগের জবাব

৩০টি কর্পোরেট সংস্থা বিজেপিকে ৩৩৫ কোটি টাকা অনুদান দিয়েছে। এদের মধ্যে ২৩টি কর্পোরেট গোষ্ঠী আয়কর দফতর, ইডি কিংবা সিবিআই-অভিযানের আগে কোনও দিন বিজেপির তহবিলে চাঁদা দেয়নি!

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৩৪

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আয়কর দফতর এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অভিযানের পরেই নাকি বিজেপিকে বিপুল অঙ্কের আর্থিক অনুদান দিয়েছে কয়েকটি কর্পোরেট সংস্থা। কয়েকটি সংবাদমাধ্যমে সম্প্রতি ওই ‘খবর’ প্রকাশিত হয়েছে। প্রকৃত ঘটনা জানতে চেয়ে শুক্রবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের শ্বেতপত্র দাবি করল কংগ্রেস।

Advertisement

এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল শুক্রবার জানান, দু’টি অনলাইন সংবাদমাধ্যম, ‘নিউজ়লন্ড্রি’ এবং ‘দ্য নিউজ় মিনিট’-এ প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, আয়কর দফতর, ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থার হানাদারির শিকার হওয়ার পরে কয়েকটি কর্পোরেট সংস্থা বিজেপিকে বড় অঙ্কের আর্থিক অনুদান দিয়েছে। প্রকাশিত খবর শুধু ‘হিমশৈলের চূড়া’টুকুর কথা বলা হয়েছে বলে কংগ্রেস নেতার দাবি।

বেণুগোপাল বলেন, ‘‘এই ঘটনা ‘কুইড প্রো কুয়ো’ (কোন কিছুর বিনিময়ে নিয়ম-বহির্ভূত ভাবে সুবিধা পাইয়ে দেওয়া) কি না, তা স্পষ্ট করার জন্য আমরা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি জানাচ্ছি।’’ এ বিষয়ে তাঁরা অর্থমন্ত্রীর কাছে চিঠি পাঠাচ্ছেন বলেও দাবি করেন বেণুগোপাল। প্রসঙ্গত, সম্প্রতি সংসদের বাজেট অধিবেশনে পূর্বতন ইউপি সরকারের আমলে আর্থিক ‘হাল’ নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদী সরকারের অর্থমন্ত্রী।

প্রসঙ্গত, দু’টি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের দাবি ২০১৮-১৯ থেকে ২০২২-২৩ অর্থবর্ষের মধ্যে ৩০টি কর্পোরেট সংস্থা বিজেপিকে ৩৩৫ কোটি টাকা অনুদান দিয়েছে। এদের মধ্যে ২৩টি কর্পোরেট গোষ্ঠী আয়কর দফতর, ইডি কিংবা সিবিআই-এর তল্লাশি অভিযানের আগে কোনও দিন বিজেপির দলীয় তহবিলে চাঁদা দেয়নি! অন্য কর্পোরেট গোষ্ঠীগুলির ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থার অভিযানের পরেই বিজেপির তহবিলে দেওয়া অনুদানের অঙ্ক লাফিয়ে বেড়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে দাবি।

Advertisement
আরও পড়ুন