Train Rams into Car in Rajasthan

রাজস্থানে রেললাইন পেরোনোর সময় সিআইএসএফের গাড়িতে ধাক্কা চলন্ত ট্রেনের, আহত দুই

রাজস্থানের সুরতগড় তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি লেভেল ক্রসিং বরাবর রেললাইন পেরোনোর চেষ্টা করছিল কেন্দ্রীয় পুলিশবাহিনীর একটি এসইউভি গাড়ি। তখনই ছুটে আসা একটি ট্রেন গাড়িতে ধাক্কা মারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ২২:৪৭
দুর্ঘটনার সেই দৃশ্য।

দুর্ঘটনার সেই দৃশ্য। ছবি: সংগৃহীত।

লেভেল ক্রসিংয়ের কাছে রেললাইন পেরোনোর সময় আটকে গিয়েছিল সিআইএসএফের গাড়়ি। তখনই ছুটে এসে গাড়িতে ধাক্কা মারল যাত্রিবাহী ট্রেন। শুক্রবার রাজস্থানের সুরতগড়ে ঘটনাটি ঘটেছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের সুরতগড় তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি লেভেল ক্রসিং বরাবর রেললাইন পেরোনোর চেষ্টা করছিল কেন্দ্রীয় পুলিশবাহিনীর একটি এসইউভি গাড়ি। তখনই ছুটে আসা একটি ট্রেন গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলে থাকা একটি সিসিটিভি ক্যামেরায় গোটা ঘটনাটি ধরা পড়েছে। সেই ভিডিয়ো ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমেও (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ভিডিয়োতে দেখা যাচ্ছে, দুর্ঘটনার কয়েক সেকেন্ড আগে, সিআইএসএফের গাড়িটি রেললাইন পেরোনোর সময় কোনও ভাবে রেললাইনে আটকে গিয়েছে। তখনই হঠাৎ ছুটে আসে একটি ট্রেন। দূর থেকে ট্রেনটিকে আসতে দেখে মরিয়া হয়ে গাড়ির মুখ ঘোরানোর চেষ্টা করেন চালক। শেষমেশ উপায়ান্তর না দেখে গাড়ি ফেলে কোনও মতে রেললাইন থেকে সরে আসেন তিনি।

শুক্রবার সিআইএসএফ কর্মীরা এলাকায় নিয়মিত টহল দেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ওই এসইউভিতে সিআইএসএফের তিন জন কর্মী ছিলেন। অন্য দুই যাত্রী গাড়ি থেকে বেরোনোর আগেই ট্রেনটি এসে এসইউভিতে ধাক্কা মারে এবং গাড়িটিকে বেশ কয়েক মিটার টেনেহিঁচড়ে নিয়ে যায়। তবে দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। স্থানীয়েরা জানাচ্ছেন, ওই লেভেল ক্রসিংয়ে ট্রেন আসার আগে যানবাহন থামানোর জন্য কোনও ‘বুম ব্যারিয়ার’ নেই। সে কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে।

Advertisement
আরও পড়ুন