Uttar Pradesh

কল রেকর্ড দেখাতে চাননি প্রেমিকা! রাগে অফিসে ঢুকে কুড়ুল নিয়ে তাঁর উপর চড়াও হলেন প্রেমিক

বেশ কিছু দিন ধরেই যুবকের সন্দেহ ছিল, তাঁর বান্ধবী অন্য কারও সঙ্গে ফোনে কথা বলেন। সেই সন্দেহের নিরসন করতে সটান টেলিকম অফিসে পৌঁছে যান তিনি। সেখানে পৈঁছে প্রেমিকাকে কল রেকর্ড দেখানোর জন্য জোরাজুরি করতে শুরু করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১৯:০১

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কার কার সঙ্গে কথা বলেন প্রেমিকা? জানতে চেয়ে তাঁর কল রেকর্ড দেখতে চেয়েছিলেন যুবক। তাতে রাজি না হওয়ায় প্রেমিকার অফিসে ঢুকে কুড়ুল নিয়ে তাঁর উপর চড়াও হলেন প্রেমিক! সম্প্রতি উত্তরপ্রদেশের মুজফ্‌ফরপুরে ঘটনাটি ঘটেছে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই তরুণী।

Advertisement

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত তরুণী মুজফ্‌ফরপুরের এক টেলিকম অফিসে কাজ করতেন। সেখানেই ঘটনাটি ঘটে। আচমকা অফিসে ঢুকে প্রেমিকার কল রেকর্ড চেয়ে বসেন ওই যুবক। তাতে রাজি না হলে এক পর্যায়ে কুড়ুল নিয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন তিনি। জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই যুবকের সন্দেহ ছিল, তাঁর বান্ধবী অন্য কারও সঙ্গে ফোনে কথা বলেন। সেই সন্দেহের নিরসন করতে সটান টেলিকম অফিসে পৌঁছে যান তিনি। সেখানে পৌঁছে প্রেমিকাকে কল রেকর্ড দেখানোর জন্য জোরাজুরি করতে শুরু করেন ওই যুবক। এর পর অফিসেও ভাঙচুর চালান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অফিসে ঢুকেই যুবক হঠাৎ কুড়ুল উঁচিয়ে ওই তরুণীর উপর আক্রমণ করেন। অপ্রত্যাশিত এই ঘটনায় অফিসের অন্য কর্মচারীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ আবার আহত মহিলাকে সাহায্য করার জন্য ছুটে আসেন। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। গোটা ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত। আহত তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন