Delhi CM Atishi Marlena

‘বিজেপি আমাকে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে উৎখাত করতে চায়’, অভিযোগ আতিশীর

কেন্দ্রের নোটিসে দিল্লির মুখ্যমন্ত্রীকে দু’টি বাসভবনের মধ্যে একটি বেছে নিতে বলা হয়েছে। একটি রাজ নিবাস রোডে, অন্যটি দরিয়াগঞ্জ আনসারি রোডে। তবে এ ব্যাপারে দিল্লি সরকারের তরফে কিছু জানানো হয়নি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৮:৫৯
Centre cancelled allotment of Delhi Chief Minister\\\'s residence, alleges Atishi Marlena

দিল্লির মুখ্যমন্ত্রী আতিশী মার্লেনা। —ফাইল চিত্র।

দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে তাঁকে উৎখাত করতে চায় বিজেপি! এমনই অভিযোগ তুললেন আতিশী মার্লেনা। তাঁর অভিযোগ, দিল্লির বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই নাকি কেন্দ্রের কাছ থেকে বাড়ি খালি করার নোটিস পেয়েছেন তিনি।

Advertisement

মঙ্গলবার আতিশী অভিযোগ করেন, গত তিন মাসের মধ্যে দ্বিতীয় বার তাঁর জন্য বরাদ্দ ৬, ফ্ল্যাগ স্টাফ রোডের মুখ্যমন্ত্রীর বাসভবন বাতিল করেছে। আতিশীর দাবি, ‘‘আমি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলাম, তখন বিজেপি আমার জিনিসপত্র রাস্তায় ফেলে দিয়েছিল। ওরা আমাদের বাড়ি ছিনিয়ে নিতে পারে, আমাদের কাজে বাধা দিতে পারে কিন্তু মানুষের জন্য কাজ করার আমাদের যে আবেগ, সেটা থামাতে পারবে না।’’ বাড়ি থেকে উচ্ছেদ করা হলেও তিনি পিছুপা হবেন না, এমন ইঙ্গিত দিয়ে আতিশী বলেন, ‘‘প্রয়োজন পড়লে আমি দিল্লির মানুষের বাড়িতে থাকব। সেখান থেকেই দিল্লিবাসীর জন্য কাজ করে যাব।’’

কেন্দ্রের নোটিসে দিল্লির মুখ্যমন্ত্রীকে দু’টি বাসভবনের মধ্যে একটি বেছে নিতে বলা হয়েছে। একটি রাজ নিবাস রোডে, অন্যটি দরিয়াগঞ্জ আনসারি রোডে। তবে এ ব্যাপারে দিল্লি সরকারের তরফে কিছু জানানো হয়নি। দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন সংস্কার নিয়ে তদন্ত চলছে। অরবিন্দ কেজরীওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০২০-২২ সালের মধ্যে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন সংস্কার করানো হয়। অভিযোগ, কেজরীওয়ালের আমলে ৩৩ কোটি ৬৬ লক্ষ টাকা খরচ করে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন সংস্কার করা হয়। তার মধ্যে শুধু পর্দাই বসেছে ৯৬ লক্ষ টাকার। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া (ক্যাগ)-র রিপোর্ট তুলে ধরা হয়েছিল। রান্নাঘরের জিনিসপত্রের জন্য খরচ করা হয়েছে ৩৯ লক্ষ টাকা। রেশমের কার্পেটের জন্য খরচ হয়েছে ১৬ লক্ষ ২৭ হাজার টাকা। যা নিয়ে বার বার আম আদমি পার্টি (আপ)-কে নিশানা করেছে বিজেপি।

Advertisement
আরও পড়ুন