Kangana Ranaut

‘ইমার্জেন্সি’ দেখার আমন্ত্রণ প্রিয়ঙ্কাকে! কঙ্গনাকে কী উত্তর দিলেন ইন্দিরা-পৌত্রী?

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রেও তিনি নিজেই অভিনয় করেছেন। আর তাই অভিনেত্রী তথা বিজেপি সাংসদ এই ছবি দেখতে প্রিয়ঙ্কা গান্ধীকে অনুরোধ জানিয়েছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৬:৪১
Kangana Ranaut met Priyanka Gandhi at Parliament and asked her to watch Emergency

প্রিয়ঙ্কাকে ‘ইমার্জেন্সি’ দেখার অনুরোধ কঙ্গনার। ছবি: সংগৃহীত।

অবশেষে জট কেটেছে। মুক্তি পাচ্ছে কঙ্গনা রানাউতের ছবি ‘ইমার্জেন্সি’। প্রথম পরিচালিত ছবিটির মুক্তি নির্বিঘ্ন করতে কালঘাম ছুটেছিল অভিনেত্রী। ১৭ জানুয়ারি ছবি মুক্তি পেলে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন তিনি। এ ছবির চিত্রনাট্যকার, প্রযোজকও কঙ্গনা নিজেই। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রেও তিনি নিজেই অভিনয় করেছেন। আর তাই অভিনেত্রী তথা বিজেপি সাংসদ ছবিটি দেখতে প্রিয়ঙ্কা গান্ধীকে অনুরোধ জানিয়েছেন।

Advertisement

সংসদ ভবনে প্রিয়ঙ্কার সঙ্গে দেখা হয়েছিল কঙ্গনার। তখনই বিরোধী নেত্রীকে আমন্ত্রণ জানান তিনি। সংবাদমাধ্যমকে কঙ্গনা বলেছেন, “প্রিয়ঙ্কাজির সঙ্গে সংসদে দেখা হয়েছিল। প্রথমেই ওঁকে বললাম, ‘আপনার কিন্তু ইমার্জেন্সি দেখা উচিত’। খুবই আনন্দিত হয়ে উত্তর দেন তিনি, ‘হ্যাঁ। হয়তো দেখব।’ আমি ওঁকে বলেছি, ‘এই ছবি আপনার পছন্দ হবেই’।”

গান্ধী-নেহরু পরিবারের সকলকেই কি আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রণ জানাবেন কঙ্গনা? প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, “আগে দেখা যাক, ওঁরা ছবিটা দেখতে চান কি না। এই ছবিতে আসলে খুবই স্পর্শকাতর অধ্যায় এবং একজন ব্যক্তিত্বকে তুলে ধরা হয়েছে। ইন্দিরা গান্ধীর চরিত্রকে সম্মান ও যত্নের সঙ্গে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। গবেষণা করার সময়ে লক্ষ করেছিলাম, ওঁর ব্যক্তিগত জীবন, সম্পর্ক, স্বামী, বন্ধুত্ব, বিতর্কিত যোগাযোগ নিয়েও প্রচুর আলোচনা হয়েছে। আমি নিজেও ভেবেছি, বহু দিক রয়েছে এই ব্যক্তিত্বের।”

পরিবারতন্ত্র (নেপোটিজ়ম) নিয়ে মন্তব্য করে একাধিক বার বিতর্ক তৈরি করেছেন কঙ্গনা। সাক্ষাৎকারে অভিনেত্রীর দাবি, ইন্দিরা গান্ধীও এই পরিবারতন্ত্রেরই ফসল। ‘ইমার্জেন্সি’ প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল ২০২৪-এর ৬ সেপ্টেম্বর। কিন্তু সেন্সর বোর্ডের থেকে মিলছিল না ছাড়পত্র। আগামী ১৭ জানুয়ারি মুক্তি পেতে চলেছে কঙ্গনার ছবি।

Advertisement
আরও পড়ুন