COVID-19

বিনামূল্যে আরও ১ কোটি ৯২ লক্ষ টিকা দেবে কেন্দ্র, রবিবার থেকে শুরু সরবরাহ

শুক্রবার টুইটারে ঘোষণাটি করেছেন কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। ১৬ থেকে ৩১ মে-র মধ্যেই পৌঁছে দেওয়া হবে নিখরচার টিকা।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ মে ২০২১ ১৫:৪২
হ্যাশট্যাগে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, ‘ভারত করোনার বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছে। টিকা-ই সুরক্ষা কবচ’।

হ্যাশট্যাগে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, ‘ভারত করোনার বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছে। টিকা-ই সুরক্ষা কবচ’।

বিনামূল্যে আরও টিকা সরবরাহ করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রায় ১ কোটি ৯২ লক্ষ প্রতিষেধক দেওযার ঘোষণা করল তারা। এই টিকার জন্য রাজ্য প্রশাসন বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কোনও অর্থ ব্যয় করতে হবে না। রাজ্যগুলির কাছে সম্পূর্ণ বিনামূল্যে এই টিকা পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে আগামী রবিবার থেকেই।

শুক্রবার টুইটারে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি লিখেছেন, ‘কেন্দ্রীয় সরকার প্রায় ১ কোটি ৯২ লক্ষ টিকা সম্পূর্ণ নিখরচায় সরবরাহ করতে চলেছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। আগামী ১৬-৩১ মে-র মধ্যবর্তী ১৫ দিনেই এই টিকা পৌঁছে দেওয়া হবে’।

Advertisement

হ্যাশট্যাগে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, ‘ভারত করোনার বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছে। টিকা-ই সুরক্ষা কবচ’।

(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)

আরও পড়ুন
Advertisement