UP Bridge

জিপিএস দেখে নির্মীয়মাণ সেতুর উপর চলার সময় নদীতে পড়ল গাড়ি, মৃত তিন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বরেলী থেকে বদায়ুঁ জেলার ডাটাগঞ্জে যাচ্ছিলেন তিন সওয়ারি। জিপিএস দেখে খালপুর-ডাটাগঞ্জ সড়ক ধরেছিলেন তাঁরা। পথে ছিল ওই সেতু।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৮:২৪
বরেলীর এই নির্মীয়মাণ সেতুতেই দুরন্ত গতিতে গাড়ি ছোটান চালক, তার পর পড়েন নদীতে।

বরেলীর এই নির্মীয়মাণ সেতুতেই দুরন্ত গতিতে গাড়ি ছোটান চালক, তার পর পড়েন নদীতে। ছবি: সংগৃহীত।

সেতুর সামনের অংশ বন্যার সময় ভেঙে পড়েছিল নদীতে। জিপিএস দেখে সেই নির্মীয়মাণ সেতুতেই দুরন্ত গতিতে গাড়ি ছোটালেন চালক, তার পর পড়লেন নদীতে। চালক-সহ তিন জনের মৃত্যু হল। উত্তরপ্রদেশের বরেলীর ঘটনা। রবিবার সকালে রামগঙ্গা নদীতে পড়ে প্রাণ হারিয়েছেন তিন জন। তাঁদের পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বরেলী থেকে বদায়ুঁ জেলার ডাটাগঞ্জে যাচ্ছিলেন তিন সওয়ারি। জিপিএস দেখে খালপুর-ডাটাগঞ্জ সড়ক ধরেছিলেন তাঁরা। পথে ছিল ওই সেতু। পুলিশ জানিয়েছে, সেতুর ভাঙা অংশে ধাক্কা খেয়ে গাড়িটি নদীতে পড়ে যায়। সার্কল অফিসার আশুতোষ শিবম জানিয়েছেন, চলতি বছর বন্যার সময় সেতুর সামনের অংশ ভেঙে নদীতে তলিয়ে যায়। তার পর আবার সেতুর নির্মাণ শুরু হয়। যদিও জিপিএসে তা আপডেট করা ছিল না। সে কারণে সেতুটি যে সুরক্ষিত নয়, তা বুঝতে পারেননি চালক। শিবমের কথায়, ‘‘সেতুতে সতর্ক করে কোনও বোর্ডও লাগানো ছিল না। সে কারণে এই দুর্ঘটনা হয়েছে।’’

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বদায়ুঁ, বরেলী পুলিশ। তিন জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নদী থেকে গাড়িটিও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় দুরন্ত গতিতে চলছিল গাড়িটি।

Advertisement
আরও পড়ুন