Accident

আবার চালকের আসনে নাবালক! দিল্লির রাস্তায় উৎসবের ইদে শিশুকে পিষে মারল গাড়ি

ঘাতক গাড়ির চালক আনাবিয়ারই প্রতিবেশী। নাবালকের বাবা পঙ্কজ আগরওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৮:২১
দু’বছরের শিশুকে পিষে দিল গাড়ি।

দু’বছরের শিশুকে পিষে দিল গাড়ি। ছবি: সংগৃহীত।

ইদের আনন্দ বদলে গেল শোকে। নতুন জামা পরে রাস্তায় খেলা করছিল দু’বছরের শিশু। অভিযোগ, তাকে চাপা দিয়েছে একটি গাড়ি। সেই গাড়িটি চালাচ্ছিল ১৫ বছরের এক নাবালক। ওই নাবালকের বাবাকে হেফাজতে নিয়েছে পুলিশ। গত বছর পুণেতে বাইকে এক পোর্শে গাড়ির ধাক্কায় প্রাণ গিয়েছিল সওয়ারি এক তরুণ এবং এক তরুণীর। সেই গাড়িটিও এক নাবালক চালিয়েছিল বলে অভিযোগ।

Advertisement

রবিবার দিল্লির পাহাড়গঞ্জ এলাকায় ঘটেছে দুর্ঘটনা। স্থানীয় সিসি ক্যামেরায় ধরা পড়েছে ঘটনা (আনন্দবাজার ডট কম ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)। ভিডিয়োতে দেখা গিয়েছে, আনাবিয়া নামে শিশুটি রাস্তায় খেলা করছিল। সে সময় সরু গলি দিয়ে আসছিল গাড়িটি। আনাবিয়াকে রাস্তায় দেখে গাড়িটি এক বার থমকে যায়। তার পর আবার চলতে শুরু করে। মনে করা হচ্ছে, চালক বুঝতেই পারেনি যে শিশুটি তখনও রাস্তায় বসে রয়েছে। আনাবিয়ার উপরে সে গাড়ি তুলে দেয় বলে অভিযোগ। তা দেখে ছুটে আসেন উপস্থিত লোকজন। গাড়িটি আবার পিছিয়ে যায়। রাস্তা থেকে তুলে নেওয়া হয় শিশুটিকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটিকে কাছে এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির বাড়িতে ইদের উদ্‌যাপনের তোড়জোড় চলছিল। নিমেষে সেই আনন্দ শোকে বদলে যায়। ঘাতক গাড়ির চালক আনাবিয়ারই প্রতিবেশী। নাবালকের বাবা পঙ্কজ আগরওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন