Fire

দীপাবলির প্রদীপ থেকে বাড়িতে আগুন, উত্তরপ্রদেশে দম বন্ধ হয়ে মৃত্যু ব্যবসায়ী-সহ পরিবারের

কানপুর পুলিশের ডিসিপি দীনেশ ত্রিপাঠী জানান, দীপাবলির রাতে ঘরে মাটির প্রদীপ জ্বালিয়েছিলেন তাঁরা। শুক্রবার ভোর ৩টে নাগাদ সম্ভবত সেই প্রদীপ থেকেই আগুন লেগে যায় ঘরে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৮:২৭
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

দীপাবলির রাতে ঘরে জ্বলছিল প্রদীপ। সেই থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে। ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। তার জেরে ঘরের ভিতরেই দম বন্ধ হয়ে মৃত্যু হল ব্যবসায়ী-সহ গোটা পরিবারের। শুক্রবার উত্তরপ্রদেশে ঘটনাটি ঘটেছে। কী ভাবে বাড়িতে আগুন ছড়িয়ে পড়ল, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম সঞ্জয়শ্যাম দাসানি (৪৯)। একই সঙ্গে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী কণিকা (৪৫) এবং বাড়ির পরিচারিকা ছবি চৌহান (২৪)-এর। কানপুর পুলিশের ডিসিপি দীনেশ ত্রিপাঠী জানান, দীপাবলির রাতে ঘরে মাটির প্রদীপ জ্বালিয়েছিলেন তাঁরা। শুক্রবার ভোর ৩টে নাগাদ সম্ভবত সেই প্রদীপ থেকেই আগুন লেগে যায় ঘরে। ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। ঘুম ভেঙে যখন বুঝতে পারেন, তত ক্ষণে দেরি হয়ে গিয়েছে। শোয়ার ঘরের দরজা খুলে বেরোতে পারেননি ওই দম্পতি। সেখানেই দম বন্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের। মৃত্যু হয়েছে পরিচারিকারও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর ৪টে নাগাদ ওই দম্পতির ছেলে বাড়ি ফিরে ধোঁয়া ও আগুন দেখে তড়িঘড়ি দমকল বিভাগের কর্মীদের খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকলের একটি দল। দগ্ধ অবস্থায় তিন জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তিন জনকেই মৃত বলে ঘোষণা করেন। তবে ঠিক কী ভাবে আগুন লাগল, তা নিয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন
Advertisement