Deadbody Recovered

জঙ্গলের মাঝে দাউ দাউ করে জ্বলছে গাড়ি! উদ্ধার হল ব্যবসায়ীর দগ্ধ দেহ, হুলস্থুল বেঙ্গালুরুতে

প্রশ্ন উঠছে, জঙ্গলের ভিতরে কেন গাড়ি নিয়ে গিয়েছিলেন ব্যবসায়ী? গাড়িতে আগুন লেগে গিয়েছিল, না কি লাগিয়ে দেওয়া হয়েছিল? এখন এই উত্তরই খুঁজছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৪:৫৯
(বাঁ দিকে) ব্যবসায়ীর গাড়ি জ্বলছে। এই গাড়ির ভিতর থেকেই দগ্ধ অবস্থায় উদ্ধার ব্যবসায়ী সি প্রদীপের (ডান দিকে) দেহ। ছবি: সংগৃহীত।

(বাঁ দিকে) ব্যবসায়ীর গাড়ি জ্বলছে। এই গাড়ির ভিতর থেকেই দগ্ধ অবস্থায় উদ্ধার ব্যবসায়ী সি প্রদীপের (ডান দিকে) দেহ। ছবি: সংগৃহীত।

জঙ্গলের ভিতরে জ্বলন্ত গাড়ি থেকে এক ব্যক্তির দগ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল বেঙ্গালুরুর মুড়িনপালায়া এলাকায়। শনিবার সন্ধ্যায় ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

মুড়িনপালায় বসতি এলাকা থেকে কয়েকশো মিটার দূরেই রয়েছে একটি জঙ্গল। শনিবার সন্ধ্যায় সেই জঙ্গলে আগুন জ্বলতে দেখেন স্থানীয়েরা। কী হয়েছে তা দেখার জন্য এলকাবাসীদের কয়েক জন সেখানে যেতেই দেখেন একটি পরিত্যক্ত গাড়ি দাউ দাউ করে জ্বলছে। কৌতূহলবশত গাড়ির কাছাকাছি যেতেই স্থানীয়েরা দেখতে পান, এক ব্যক্তি গাড়ির ভিতরে রয়েছেন। সেই আগুনে তিনিও ঝলসে গিয়েছেন।

এমন ভয়ানক দৃশ্য দেখে শিউরে উঠেছিলেন স্থানীয়েরা। এলাকায় হুলস্থুল পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। দমকলও এসে পৌঁছয়। কিন্তু তত ক্ষণে গাড়িটির বেশির ভাগ অংশই পুড়ে গিয়েছিল। ঝলসে গিয়েছিলেন গাড়িতে থাকা ব্যক্তিও। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছেন মৃত ওই ব্যক্তির নাম সি প্রদীপ। তিনি পেশায় ব্যবসায়ী।

কিন্তু প্রশ্ন উঠছে, জঙ্গলের ভিতরে কেন গাড়ি নিয়ে গিয়েছিলেন ব্যবসায়ী? গাড়িতে আগুন লেগে গিয়েছিল, না কি লাগিয়ে দেওয়া হয়েছিল? এখন এই উত্তরই খুঁজছে পুলিশ। তদন্তকারীরা প্রদীপের পরিবার এবং বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে। আর্থিক টানাপড়েন চলছিল কি না, প্রদীপ কোনও অবসাদে ভুগছিলেন কি না, সব তথ্য খতিয়ে দেখেছেন তদন্তকারীরা।

Advertisement
আরও পড়ুন