(বাঁ দিকে) মৃত যুবক প্রিন্স রানা। (ডান দিকে) এই খাল থেকে উদ্ধার দেহ। ছবি: সংগৃহীত।
হরিয়ানার গুরুগ্রামের এক যুবকের দেহ উদ্ধার হল উত্তরপ্রদেশের বিজনৌরের একটি খালে। গুরুগ্রামে একটি সংস্থায় প্রজেক্ট ম্যানেজার হিসাবে কাজ করতেন তিনি। বুধবার সন্ধ্যায় গাংনাহার খাল থেকে যুবকের দেহ উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রিন্স রানা। গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন। উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও কর্মসূত্রে হরিয়ানায় থাকতেন। গত সপ্তাহেই গুরুগ্রামের বাড়ি ছেড়ে বেরিয়েছিলেন প্রিন্স। তাঁর স্ত্রী জানিয়েছেন, ‘বাইরে থেকে আসছি’ বলে বেরিয়ে গিয়েছিলেন গত বুধ বার সন্ধ্যায়। সঙ্গে করে ফোনও নিয়ে যাননি। বাড়ির লোকেরা ভেবেছিলেন যে, কাছেপিঠে কোথাও আড্ডা মারতে বেরিয়েছেন হয়তো। তাই ফোন নেননি।
কিন্তু রাত হয়ে যাওয়ায় বাড়ি না ফেরায় বিচলিত হয়ে পড়েন প্রিন্সের স্ত্রী। পর দিন পুলিশে নিখোঁজ ডায়েরি করেন তিনি। পরিবারের এক সদস্যের দাবি, প্রিন্সের ফোন ঘেঁটে দেখা যায় ব্রাউজ়িং হিস্ট্রিতে ‘সুইসাইড পয়েন্ট’ সার্চ করা হয়েছে। তখনই তাঁদের সন্দেহ হয়। কিন্তু প্রিন্সের হদিস কোথাও পাওয়া যায়নি। ২২ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় গাংনাহার খালে এক যুবকের দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়েরা। যুবকের পকেট থেকে আধার কার্ড উদ্ধার হয়। তা থেকে যুবকের পরিচয় জানতে পেরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। তারা প্রিন্সের দেহ শনাক্ত করে। কিন্তু এটি আত্মহত্যার ঘটনা, না কি নেপথ্যে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, কোনও সূত্র পাওয়া যায় কি না তা-ই দেখতে প্রিন্সের ফোন ঘেঁটেও দেখা হচ্ছে।