গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
মহারাষ্ট্রের নতুন বিধানসভার প্রোটেম স্পিকার পদে শপথ নিলেন প্রবীণ বিজেপি বিধায়ক কালিদাস কলম্বকর। শুক্রবার রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন রাজভবনে ন’বারের বিধায়ক কালিদাসকে শপথবাক্য পাঠ করান। রাজভবনের তরফে জানানো হয়েছে, শনিবার (৭ ডিসেম্বর) থেকে বিধানসভার তিন দিনের বিশেষ অধিবেশন শুরু হবে। সেখানে নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর পাশাপাশি নতুন স্পিকারের নির্বাচন পর্ব পরিচালনা করবেন তিনি।
বিধানসভার বিশেষ অধিবেশনে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য আস্থাপ্রস্তাব পেশ করতে পারেন নতুন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস। ৯ ডিসেম্বর আস্থাপ্রস্তাব নিয়ে ভোটাভুটির পরে বিশেষ অধিবেশন মুলতুবি হবে। এর পরে ১৬-২১ ডিসেম্বর হবে মহারাষ্ট্র বিধানসভার শীতকালীন অধিবেশন। বিজেপির একটি সূত্র জানাচ্ছে, আস্থাভোটের পরেই ফডণবীস মন্ত্রিসভা সম্প্রসারিত হবে। হবে মন্ত্রীদের দফতর বণ্টনও।
বৃহস্পতিবার বিকেলে মুম্বইয়ের আজ়াদ ময়দানে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে শপথবাক্য পাঠ করেন মুখ্যমন্ত্রী ফডণবীস। তাঁর সঙ্গেই শপথ নেন দুই উপমুখ্যমন্ত্রী— শিবসেনা (শিন্ডে)-র প্রধান একনাথ শিন্ডে এবং এনসিপি (অজিত)-এর সভাপতি অজিত পওয়ার। কিন্তু অন্য কোনও মন্ত্রী শপথ নেননি। শাসকজোট ‘মহাজুটি’র একটি সূত্র জানাচ্ছে, স্বরাষ্ট্র-সহ কয়েকটি দফতর নিয়ে শরিকি টানাপড়েনের কারণেই এ বিষয়ে ‘ধীরে চলো’ নীতি নেওয়া হচ্ছে।