(বাঁ দিক থেকে),মল্লিকার্জুন খড়্গে, রামনাথ কোবিন্দ এবং নরেন্দ্র মোদী। ছবি: এক্স হ্য়ান্ডল থেকে নেওয়া।
আদানি ঘুষকাণ্ড নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে সংসদের শীতকালীন অধিবেশনের গোড়া থেকেই সরব বিরোধীরা। কংগ্রেসের নেতৃত্বে ধারাবাহিক বিক্ষোভও চলছে অধিবেশনের ভিতরে-বাইরে। সরকার ও বিরোধীপক্ষের এই সংঘাতের আবহেও শুক্রবার বিরল সৌজন্য দেখল সংসদ ভবন। ‘সৌজন্যে’ বিআর অম্বেডকরের প্রয়াণদিবস।
শুক্রবার সকালে সংসদের অধিবেশন শুরুর আগে ‘মহাপরিনির্বাণ দিবসে’ অম্বেডকরের প্রতিকৃতিতে মাল্যদানের ওই কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গের মুখোমুখি হয়েছিলেন। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং লোকসভার স্পিকার ওম বিড়লাও হাজির ছিলেন সেখানে।
খড়্গেকে দেখে প্রথমে হেসে মাথা নাড়েন প্রধানমন্ত্রী। করমর্দন করে জানতে চান, তিনি কেমন আছেন। পাল্টা হাসিতে সৌজন্য ফিরিয়ে দেন খড়্গে। গত দু’বছরে একাধিক সভায় মোদীকে বিষাক্ত সাপের সঙ্গে তুলনা করেছেন কংগ্রেস সভাপতি। খড়্গেকেও ‘গান্ধী-নেহরু পরিবারের বশংবদ’ বলেছেন মোদী। শুক্রের সকালে দু’জনের সৌজন্য বিনিময় কি তপ্ত শীতকালীন অধিবেশনে কিছুটা সৌহার্দের বার্তা আনবে? সরকার ও বিরোধীপক্ষের একাংশ বলছে, ভারতের রাজনীতিতে ‘সৌজন্য’ যতটা ‘সৌজন্য’, তার চেয়ে রাজনীতি বেশি। আর তাই উৎসাহিত হওয়ার তেমন কারণ নেই।