Tripura

Agnimitra Paul: উস্কানি দিতে গিয়েই গ্রেফতার, ভোট-প্রতিদ্বন্দ্বী সায়নীকে খোঁচা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রার

ভিডিয়োতে অগ্নিমিত্রার পাল্টা অভিযোগ, পশ্চিমবঙ্গে বিরোধীদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে তৃণমূল সরকার।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
আসানসোল শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২১ ১৯:০৮
সায়নী ঘোষ ও অগ্নিমিত্রা পাল।

সায়নী ঘোষ ও অগ্নিমিত্রা পাল। ফাইল চিত্র।

নীলবাড়ির লড়াইয়ে সায়নী ঘোষকে পরাজিত করেই আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। এ বার ত্রিপুরায় পরাজিত প্রতিদ্বন্দ্বীর গ্রেফতারির ঘটনা নিয়ে মুখ খুললেন বিধায়ক তথা বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল। দাবি করলেন, আগরতলায় গিয়ে অশান্তি বাধানোর চেষ্টা করার কারণেই গ্রেফতার করা হয়েছে সায়নীকে।

ত্রিপুরার ঘটনা নিয়ে ভিডিয়ো-বার্তায় অগ্নিমিত্রা বলেছেন, ‘‘উস্কানিমূলক মন্তব্য করে আইনশৃঙ্খলা ভাঙ্গার চেষ্টা করছেন তাঁরা। তা থামানোর জন্য পুলিশের যদি কাউকে গ্রেফতার করতে হয়, পুলিশ সেটাই করেছে। পশ্চিমবঙ্গে তৃণমূল যে অসভ্যতার সংস্কৃতি আমদানি করেছে, সেটা তারা সারা ভারতবর্ষে চালিয়ে যাবে, সেটা তো আর হতে পারে না। দলের নেত্রী (সায়নী) সেখানকার মাননীয় মুখ্যমন্ত্রীর সভায় সে রকম কথা বলবেন, আর পুলিশ ব্যবস্থা নেবে না তা হতে পারে না।’’

Advertisement

ভিডিয়োতে অগ্নিমিত্রার পাল্টা অভিযোগ, পশ্চিমবঙ্গে বিরোধীদের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে তৃণমূল সরকার। তিনি বলেন, ‘‘বাংলাদেশে হিন্দু অত্যাচারের বিরুদ্ধে বিজেপির প্রতীকী মৌন প্রতিবাদ মিছিলের জন্য যদি গ্রেফতার হতে তবে ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর সভায় উস্কানিমূলক মন্তব্যের জন্য পুলিশ কাউকে গ্রেফতার করতে পারবে না, তা তো হয় না। আপনারা আদলতে যান। এটা নিয়ে নাটক করে কোনও লাভ হবে না।’’

আরও পড়ুন
Advertisement