বিজেপি নেত্রীকে মারধর। ছবি: সংগৃহীত।
খেলা নিয়ে ঝামেলার জেরে এক বিজেপি নেত্রী এবং তাঁর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠল উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদে। শুক্রবার সকালের ঘটনা।
গাজ়িয়াবাদের লক্ষ্মী কলোনিতে থাকেন বিজেপি নেত্রী ভাবনা বিস্ত। নেত্রীর দাবি, বৃহস্পতিবার সকালে পাড়ারই কয়েকটি ছেলের সঙ্গে তাঁর সন্তান খেলছিল। সেই খেলার মাঝেই পাড়ার ছেলেদের সঙ্গে তাঁর সন্তানের ঝামেলা হয়। কিন্তু বিষয়টি পর ক্ষণে মিটমাটও হয়ে যায়। দু’পক্ষই পরস্পরের কাছে ক্ষমা চেয়ে নেয়। কিন্তু শুক্রবার সকালে পাড়ারই কয়েক জন বিষয়টি নিয়ে একটি বৈঠক ডাকেন। তার পরই এক দল লোক বিজেপি নেত্রীর বাড়িতে চড়াও হন বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে খবর, ১০-১২ জন বিজেপি নেত্রীর বাড়িতে চড়াও হন। তার পর বিজেপি নেত্রী এবং তাঁর পরিবারের সদস্যদের লাঠি এবং রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় বিজেপি নেত্রী আহত হয়েছেন। তাঁর অভিযোগ, পড়শিদের কয়েক জন তাঁকে চড় মেরেছেন।
পুলিশ জানিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে হামলাকারীদের চিহ্নিত করার কাজ চলছে। খুব শীঘ্রই তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।