Delhi

দিল্লিতে ব্যবসায়ীর বাড়িতে গুলি, চিরকুট দিয়ে উপস্থিতি জানান দিল বিশ্নোইদের প্রতিদ্বন্দ্বী বাম্বিহা গ্যাং

শনিবারের ঘটনার সঙ্গেও তোলাবাজদের যোগ রয়েছে বলে অনুমান পুলিশের। তবে ঘটনার নেপথ্যে সত্যিই বাম্বিহা গ্যাংয়ের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৪ ১৭:১৭

— প্রতিনিধিত্বমূলক ছবি।

দিল্লিতে ব্যবসায়ীর বাড়ির বাইরে চলল গুলি। এলাকা ছাড়ার আগে চিরকুট দিয়ে হুমকিও দেওয়া হল! অভিযোগের তির জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের প্রতিদ্বন্দ্বী বাম্বিহা গ্যাং-এর বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম দিল্লির রানিবাগে।

Advertisement

শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ রানিবাগে ওই ব্যবসায়ীর বাড়ির বাইরে কয়েক রাউন্ড গুলি চলে। সম্ভবত, তোলাবাজির উদ্দেশ্যেই ওই হামলা চালানো হয়েছে। হামলার শেষে এলাকা ছাড়ার আগে দুই অভিযুক্ত বাড়ির সামনে একটি চিরকুটও রেখে যায়। তাতে লেখা ছিল ‘বাম্বিহা’ গ্যাংয়ের নাম। প্রসঙ্গত, এই বাম্বিহা গ্যাং হল মুম্বইয়ের কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের প্রতিদ্বন্দ্বী দল। তবে এখনও পর্যন্ত এলাকায় কোনও তোলাবাজির অভিযোগ নথিভুক্ত হয়নি।

গত মাসেই দিল্লির বিভিন্ন প্রান্তে তিনটি পৃথক গুলি হামলার ঘটনা ঘটেছে। পশ্চিম দিল্লির একটি গাড়ির শোরুম, একটি হোটেল এবং একটি মিষ্টির দোকানে পরপর তিনটি হামলার ঘটনা ঘটে। তোলাবাজির উদ্দেশ্য নিয়েই তিনটি হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। তাই শনিবারের ঘটনার সঙ্গেও তোলাবাজদের যোগ রয়েছে বলে অনুমান পুলিশের। তবে ঘটনার নেপথ্যে সত্যিই বাম্বিহা গ্যাংয়ের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।

সম্প্রতি মুম্বইয়ে প্রাক্তন এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি খুনে নাম জড়ায় লরেন্স বিশ্নোইয়ের গ্যাংয়ের। অভিযোগ, বলিউড অভিনেতা সলমন খানকেও হুমকি দিচ্ছে ওই গ্যাং। সেই ঘটনায় ইতিমধ্যেই ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে লরেন্স এখনও গুজরাতের কারাগারে বন্দি। সেই আবহেই এ বার সক্রিয় হল লরেন্সের প্রতিদ্বন্দ্বী বাম্বিহা গ্যাং।

আরও পড়ুন
Advertisement