Bihar Boy Beaten

বিহারের কলেজে যুবককে লাঠি-বেল্ট দিয়ে মার, জোর করে চাটানো হল থুতু! দাঁড়িয়ে দেখলেন অনেকেই

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মুজফ্‌ফরপুরের একটি বেসরকারি কলেজের ঘটনা। কলেজ চত্বরের মধ্যে ওই যুবককে মারধরের অভিযোগ উঠেছে তিন জনের বিরুদ্ধে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ০৯:১৯
বিহারের কলেজে যুবকের উপর হামলা। প্রতীকী ছবি।

বিহারের কলেজে যুবকের উপর হামলা। প্রতীকী ছবি।

বিহারের মুজফ্‌ফরপুরের কলেজে এক যুবককে লাঠি, বেল্ট দিয়ে মারধর করার অভিযোগ উঠল। শুধু তা-ই নয়, কান ধরে ওঠবস এমনকি জোর করে চাটানো হল থুতুও। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে। যুবকের মা তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মুজফ্‌ফরপুরের একটি বেসরকারি কলেজের ঘটনা। কলেজ চত্বরের মধ্যে ওই যুবককে মারধরের অভিযোগ উঠেছে তিন জনের বিরুদ্ধে। তবে অভিযুক্তেরা ওই কলেজের পড়ুয়া কি না, বিষয়টি এখনও নিশ্চিত নয়। কী কারণে যুবককে মারধর করা হল, এটি র‌্যাগিংয়ের কোনও ঘটনা কি না, সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, তিন অভিযুক্তের খোঁজেও তল্লাশি চলছে। আক্রান্ত যুবকের কাছ থেকেও এই হামলা সম্পর্কে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

যুবকের এক আত্মীয় জানিয়েছেন, কলেজে যেতেই তাঁকে কয়েক জন ঘিরে ধরেন। তার পর শুরু হয় মারধর। প্রথমে বেল্ট, তার পর লাঠি দিয়ে যুবককে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনা যখন ঘটছিল, সেই সময় কাছেপিঠে অনেকেই ছিলেন। কিন্তু কেউই যুবককে বাঁচানোর জন্য এগিয়ে আসেননি বলে দাবি যুবকের আত্মীয়ের। প্রতিবাদ করা বা বাধা দেওয়া তো দূরঅস্ত্‌, অনেকে আবার ঘটনাটির ভিডিয়ো করেন এবং ছবিও তোলেন।

আক্রান্ত যুবকের মায়ের অভিযোগ, তাঁর পুত্রকে খুন করার হুমকি দেওয়া হয়েছে। ভিডিয়ো থেকেই তিনি জানতে পারেন এই হামলার ঘটনা। তার পরই পুলিশের দ্বারস্থ হন।

Advertisement
আরও পড়ুন