Dev on Khadaan

বক্স অফিসে ‘খাদান’ ঝড়, আবেগপ্রবণ দেব, দর্শকের উদ্দেশে দিলেন বিশেষ বার্তা, কী বললেন?

বছরশেষে বাংলা ছবির বক্স অফিসে ‘খাদান’-এর আধিপত্য। একাধিক শো হাউসফুল। অ্যাকশন অবতারে দেবকে দেখে খুশি অনুরাগীরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৪:০৭
image of Dev in Khadaan

‘খাদান’ ছবির একটি দৃশ্যে দেব। ছবি: সংগৃহীত।

বড়দিনের মরসুমে চারটি বাংলা ছবি মুক্তি পেয়েছে। কিন্তু প্রথম দু’দিনের নিরিখে তাদের মধ্যে ‘খাদান’ যে অনেকটাই এগিয়ে, তা এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। দেব অভিনীত এই ছবির শো-এর সংখ্যা আগের থেকে বেড়েছে। দর্শকও ছবি দেখতে হলমুখী। আবেগপ্রবণ দেব। দর্শকদের ধন্যবাদ জানাতে দিলেন বিশেষ বার্তা।

Advertisement

প্রায় ১০ বছর পর ‘খাদান’-এর মাধ্যমে মূল ধারার বাণিজ্যিক ছবিতে প্রত্যাবর্তন হয়েছে দেবের। ইন্ডাস্ট্রির একটি সূত্রের দাবি, দেবকে যাঁরা ‘কর্মাশিয়াল’ অবতারে এত দিন দেখতে চাইতেন, তাঁরা ছবি দেখতে হলে আসছেন। রবিবার সমাজমাধ্যমে অনুরাগী এবং দর্শকের উদ্দেশে একটি আবেগপ্রবণ পোস্ট করেছেন অভিনেতা। দেব লেখেন, ‘‘আমি দর্শকের প্রতি ভালবাসা এবং কৃতজ্ঞতা ব্যক্ত করার ভাষা হারিয়েছি। ‘চাঁদের পাহাড়’ এবং ‘অ্যামাজ়ন অভিযান’-এর পর ‘খাদান’ সে রকম প্রতিক্রিয়া পেয়েছে। যেখানে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় এবং তৃতীয় দিনের ব্যবসা বেশি। প্রত্যেক দিন নতুন নজির।’’

নিজের পোস্টে দেব আরও লেখেন, ‘‘কী ভাবে নিজের আবেগ ভাষায় প্রকাশ করব, তা জানি না। আমার দর্শকেরা খুশি, তাই আমিও খুশি।’’ এর সঙ্গেই দেব লেখেন, ‘‘শুধু আমি নই। ‘খাদান’-এর মাধ্যমে বাংলা ছবির প্রত্যাবর্তন হল।’’

সূত্রের দাবি, দু’দিনে ছবিটি নাকি ২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। রবিবারেও শহরে ‘খাদান’-এর একাধিক শো হাউসফুল। দক্ষিণ কলকাতার নবীনা সিনেমার কর্ণধার নবীন চৌখানি বললেন, ‘‘শুরু থেকেই টিকিট বিক্রি দারুণ। বিকালে আমার হলে ‘খাদান’-এর শো হাউসফুল। আগামী কয়েক দিনও আশা করছি হাউসফুল হবে।’’ নবীনায় ‘খাদান’-এর পাশাপাশি চলছে অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’। অনেক দিন পর একটি দক্ষিণী ছবি এবং বাংলা ছবি একই সঙ্গে রমরমিয়ে ব্যবসা করছে। নবীনের কথায়, ‘‘আমি শুরু থেকেই বলেছি, ছবি ভাল হলে মানুষ দেখবেন। সমাজমাধ্যমে চর্চায় কোনও লাভ নেই। যাঁরা টিকিট কেটে হলে এসে ছবি দেখেন, তাঁরা ভাল ছবি চান।’’

এ রাজ্যে বৃহস্পতিবার রায়গঞ্জে রাত দুটোয় ছিল ‘খাদান’-এর প্রথম শো। সেই শো হাউসফুল হয়। দেবকেও ইন্ডাস্ট্রির অন্য পরিচালকেরা অভিনন্দন জানান। তার পর থেকেই প্রতি দিন ছবিটি বক্স অফিসে একটু একটু করে কর্তৃত্ব কায়েম করছে। রাজ্যের হলমালিকদের একাংশ ‘খাদান’-এর ব্যবসা নিয়ে আপ্লুত।

Advertisement
আরও পড়ুন