মধ্যপ্রদেশে কংগ্রেসের জেলা অফিসে অবাধ ভাঙচুর বজরং দলের। — ভিডিয়ো থেকে নেওয়া।
কর্নাটকে ভোটের ইস্তাহারে কট্টরপন্থী হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলকে নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। সেই রাগে মধ্যপ্রদেশের জবলপুরে জেলা কংগ্রেসের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর চালালেন বজরং দলের কর্মীরা। ভিডিয়োয় ধরা পড়েছে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে তাণ্ডবের দৃশ্য। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরের পর জবলপুরের বলদেব নগরে জেলা কংগ্রেস অফিসে হামলা চালায় বজরং দল। হামলাকারীদের মুখে ছিল জয় শ্রীরাম স্লোগান। সেই সময় কংগ্রেসের জেলা দফতর বন্ধ ছিল। বজরং দলের সদস্যরা হুড়মুড় করে অফিস চত্বরে ঢুকেই ভাঙচুর চালাতে শুরু করেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের বেশ কয়েকটি দোকান, অফিসও। পুলিশ সূত্রে খবর, কংগ্রেস অফিসে হামলা চালিয়েছেন বজরং দলের অন্তত ২০০ সদস্য এবং সমর্থক।
Bjp will support bajrang dal But will not listen to #BajrangPunia
— ਮਨਰਾਜ मनराज singh (@manraj_mokha) May 4, 2023
Bajrang Punia and Daughters of this country in #WrestlersProtest are been attacked By police
Jabalpur Congress Office is been attacked by bajrang dal pic.twitter.com/05jOFIz8PD
এই ঘটনার সময় পুলিশের দেখা মেলেনি। ভাঙচুরের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ বজরং দলের ৬ সদস্য-সহ ২০০ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।