Shootout At Delhi Hospital

হাসপাতালের তিন তলায় উঠে রোগীকে এলোপাথাড়ি গুলি, পলাতক আততায়ী, চাঞ্চল্য ছড়াল দিল্লিতে

হাসপাতালের তিন তলায় গিয়ে এক রোগীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালালেন আততায়ী। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই রোগীর।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৪ ১৯:২১

—প্রতিনিধিত্বমূলক ছবি

হাসপাতালের তিন তলায় উঠে এলোপাথাড়ি গুলি চালিয়ে এক রোগীকে খুন করলেন আততায়ী। রবিবার বিকেলে দিল্লির এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আততায়ী অবশ্য ঘটনার পরেই চম্পট দিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আততায়ীর বয়স ১৮ থেকে ২০-র মধ্যে।

Advertisement

পেটে যন্ত্রণা নিয়ে গত ২৩ জুন দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩২ বছর বয়সি রিয়াজ়উদ্দিন। রবিবার বিকেল ৪টে নাগাদ অজ্ঞাতপরিচয় এক আততায়ী হঠাৎই হাসপাতালের তিন তলায় গিয়ে রিয়াজ়উদ্দিনকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালান। প্রায় ৩-৪ রাউন্ড গুলি চালানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই রোগীর।

তবে কী কারণে এই খুন, তা এখনও স্পষ্ট নয়। দিল্লির শাহদারার অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার বিষ্ণুকুমার শর্মা জানিয়েছেন, নিহত যুবকের বাড়ি খাজুরি খাস এলাকায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আততায়ীকে খোঁজার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক।

আরও পড়ুন
Advertisement