Rahul Gandhi

বিয়ের জন্য কেমন মেয়ে পছন্দ রাহুল গান্ধীর? অবশেষে উত্তর দিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি

বুধবার ভারত জোড়ো যাত্রায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী জানান, ঠাকুমা ইন্দিরা গান্ধী তাঁর জীবনের সবচেয়ে পছন্দের নারী।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ২৩:২৫
মা সনিয়ার সঙ্গে রাহুল।

মা সনিয়ার সঙ্গে রাহুল। ছবি: পিটিআই।

কেমন জীবনসঙ্গিনী তাঁর পচ্ছন্দ? প্রায় দু’দশকের রাজনৈতিক জীবনে একাধিক বার দেশি-বিদেশি সংবাদ মাধ্যমের এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি। বুধবার প্রথম বার তার জবাব দিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

বুধবার ভারত জোড়ো যাত্রায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল জানান, ঠাকুমা ইন্দিরা গান্ধী তাঁর জীবনের সবচেয়ে পছন্দের নারী। বলেন, ‘‘আমার জীবনের ভালবাসা বলতে ইন্দিরা গান্ধী। উনি আমার দ্বিতীয় মা।’’

Advertisement

তবে কি বিয়ে করার জন্য ইন্দিরার মতো মহিলাই তাঁর পছন্দ?

প্রশ্নের উত্তরে ৫২ বছরের কংগ্রেস সাংসদ জানান, ঠিক তা নয়। তিনি বলেন, ‘‘এটি বেশ মজার প্রশ্ন। আমি এমন এক জন মহিলাকে বেছে নেব, যাঁর মধ্যে আমার মা (সনিয়া গান্ধী) এবং ঠাকুমা (ইন্দিরা) দু’জনের গুণই রয়েছে।’’

Advertisement
আরও পড়ুন