Chandrababu Naidu

চন্দ্রবাবুর ‘রোড শো’য়ে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে অন্তত আট জনের মৃত্যু অন্ধ্রপ্রদেশের নেল্লোরে

অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর ‘রোড শো’ চলাকালীন পদপিষ্ট হয়ে অন্তত ৮ জনের মৃত্যু হল। বুধবার রাতে দক্ষিণ অন্ধ্রের নেল্লোর জেলায় এই দুর্ঘটনা ঘটেছে।

Advertisement
সংবাদ সংস্থা
অমরাবতী (অন্ধ্রপ্রদেশ) শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২২ ২২:৩১
নেল্লোরে চন্দ্রবাবুর সেই ‘রোড শো’।

নেল্লোরে চন্দ্রবাবুর সেই ‘রোড শো’। ছবি পিটিআই।

তেলুগু দেশম পার্টি (টিডিপি) প্রধান তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর ‘রোড শো’ চলাকালীন পদপিষ্ট হয়ে অন্তত ৮ জনের মৃত্যু হল। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েক জন। বুধবার রাতে দক্ষিণ অন্ধ্রের নেল্লোর জেলায় এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রের খবর, কান্ডুকুর এলাকায় সরু রাস্তায় ‘রোড শো’ দেখার জন্য প্রবল ভিড় হয়েছিল। চন্দ্রবাবুর কনভয় পৌঁছনোর পরেই টিডিপি কর্মী-সমর্থকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। তারই জেরে পদপিষ্ট হন অনেকে। মৃতদের মধ্যে এক মহিলা রয়েছেন। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা ‘গুরুতর’। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

Advertisement

মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির সরকারের বিরুদ্ধে নানা জনবিরোধী কাজের অভিযোগ তুলে সম্প্রতি অন্ধ্রপ্রদেশ জুড়ে ‘রোড শো’ শুরু করেছেন বিরোধী দলনেতা চন্দ্রবাবু। যার জেরে বিভিন্ন এলাকায় শাসকদল ওয়াইএসআর কংগ্রেসের সঙ্গে টিডিপির নেতা-কর্মীদের ধারাবাহিক সংঘর্ষ চলছে। গত ১৭ ডিসেম্বর পলান্ডু জেলায় মারচেলা জেলায় টিডিপি এবং ওয়াইএসার কংগ্রেস কর্মী-সমর্থকদের সংঘর্ষে দু’তরফের বেশ কয়েক জন গুরুতর আহত হয়েছিলেন।

আরও পড়ুন
Advertisement