G20

কাশ্মীরে কেন জি২০? আপত্তি পাকিস্তানের! খারিজ করে ভারত বলল ‘অবিচ্ছেদ্য অংশ’

কূটনৈতিক মহলের একাংশের মতে, এ বার সেখানেই জি২০ আয়োজন করার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের উপরে চাপ বাড়াতে চাইছে ভারত। পাশাপাশি, ‘উন্নয়নের বার্তা’ও আন্তর্জাতিক মঞ্চে দিতে চাইছে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ ১৩:৪০
As Pakistan objects G20 Meeting in Srinagar of Jammu and Kashmir, India replies loudly

শ্রীনগরে জি২০ বৈঠক নিয়ে পাকিস্তান আপত্তি তুলল। ফাইল চিত্র।

জম্মু ও কাশ্মীরে জি২০ বৈঠকের আয়োজন নিয়ে আপত্তি তুলেছিল পাকিস্তান। কিন্তু শনিবার সরাসরি সেই আপত্তি খারিজ করল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘জম্মু ও কাশ্মীর ভারতে অবিচ্ছেদ্য অংশ।”

আগামী ২২-২৪ মে শ্রীনগরে জি২০-র পর্যটন সংক্রান্ত কার্যকরী গোষ্ঠীর বৈঠক হওয়ার কথা। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের রাজধানীতে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ২০২২ সালের মার্চ মাসে ৩৬টি দেশের প্রতিনিধি যোগ দিয়েছিলেন কাশ্মীরে হওয়া আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে। কূটনৈতিক মহলের একাংশের মতে, এ বার সেখানেই জি২০ আয়োজন করার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের উপরে চাপ বাড়াতে চাইছে ভারত।

Advertisement

পাশাপাশি, ৩৭০ ধারা বাতিলের পরে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত জম্মু ও কাশ্মীরের ‘উন্নয়নের বার্তা’ও আন্তর্জাতিক মঞ্চে দিতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। প্রসঙ্গত, গত বছর জি২০-র আয়োজনস্থল হিসাবে শ্রীনগরের নাম ঘোষণার পরেই আপত্তি তুলেছিল ইসলামাবাদ। পরে সেই আপত্তিতে যোগ দিয়েছিল চিনও। সে সময়ও নয়াদিল্লি জানিয়েছিল ঘোষণা মেনেই শ্রীনগরে হবে জি২০।

Advertisement
আরও পড়ুন