G20

কাশ্মীরে কেন জি২০? আপত্তি পাকিস্তানের! খারিজ করে ভারত বলল ‘অবিচ্ছেদ্য অংশ’

কূটনৈতিক মহলের একাংশের মতে, এ বার সেখানেই জি২০ আয়োজন করার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের উপরে চাপ বাড়াতে চাইছে ভারত। পাশাপাশি, ‘উন্নয়নের বার্তা’ও আন্তর্জাতিক মঞ্চে দিতে চাইছে।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ ১৩:৪০
As Pakistan objects G20 Meeting in Srinagar of Jammu and Kashmir, India replies loudly

শ্রীনগরে জি২০ বৈঠক নিয়ে পাকিস্তান আপত্তি তুলল। ফাইল চিত্র।

জম্মু ও কাশ্মীরে জি২০ বৈঠকের আয়োজন নিয়ে আপত্তি তুলেছিল পাকিস্তান। কিন্তু শনিবার সরাসরি সেই আপত্তি খারিজ করল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘জম্মু ও কাশ্মীর ভারতে অবিচ্ছেদ্য অংশ।”

আগামী ২২-২৪ মে শ্রীনগরে জি২০-র পর্যটন সংক্রান্ত কার্যকরী গোষ্ঠীর বৈঠক হওয়ার কথা। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের রাজধানীতে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ২০২২ সালের মার্চ মাসে ৩৬টি দেশের প্রতিনিধি যোগ দিয়েছিলেন কাশ্মীরে হওয়া আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনে। কূটনৈতিক মহলের একাংশের মতে, এ বার সেখানেই জি২০ আয়োজন করার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের উপরে চাপ বাড়াতে চাইছে ভারত।

Advertisement

পাশাপাশি, ৩৭০ ধারা বাতিলের পরে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত জম্মু ও কাশ্মীরের ‘উন্নয়নের বার্তা’ও আন্তর্জাতিক মঞ্চে দিতে চাইছে নরেন্দ্র মোদী সরকার। প্রসঙ্গত, গত বছর জি২০-র আয়োজনস্থল হিসাবে শ্রীনগরের নাম ঘোষণার পরেই আপত্তি তুলেছিল ইসলামাবাদ। পরে সেই আপত্তিতে যোগ দিয়েছিল চিনও। সে সময়ও নয়াদিল্লি জানিয়েছিল ঘোষণা মেনেই শ্রীনগরে হবে জি২০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement