Amritpal Singh

ছাতা মাথায় দিয়ে কৌশলে সিসিটিভির নজর এড়ালেন ‘ধুরন্ধর’ অমৃতপাল, প্রকাশ্যে সেই ভিডিয়ো

২০ মার্চ তোলা সিসিটিভির একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। সিসিটিভিটি বসানো ছিল হরিয়ানার কুরুক্ষেত্রে। যেখানে গত ১৯ মার্চ রাত্রিবাস করেন পলাতক অমৃতপাল সিংহ।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৩ ১৯:২৯
File image of Amritpal Singh and screen grab of CCTV footage

পলাতক অমৃতপাল সিংহ (বাঁ দিকে), ছাতা মাথায় অমৃতপাল হেঁটে যাচ্ছেন (ডান দিকে)। — ফাইল ছবি।

সপ্তাহ ঘুরতে চলল। পুলিশের চোখে ধুলো দিয়ে এখনও ‘ফেরার’ পঞ্জাবের স্বঘোষিত ধর্মগুরু তথা খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংহ। তাঁর সন্ধানে হন্যে হয়ে ঘুরছে পুলিশ। তা সত্ত্বেও নাগাল মিলছে না অমৃতপালের। এই পরিস্থিতিতে প্রকাশ্যে এল একটি ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, সিসিটিভির চোখ এড়াতে মাথায় ছাতা ধরেছেন অমৃতপাল। হাতে ব্যাগ নিয়ে হেঁটে চলেছেন একটি পাড়া দিয়ে।

পুলিশ যখন তার পিছু নিয়েছে তখন থেকেই আর খোঁজ নেই অমৃতপালের। পঞ্জাব থেকে তিনি পালিয়ে গিয়েছিলেন হরিয়ানায়। সেখানে একটি বাড়িতে রাতে আশ্রয় নেন। তার পর আবার পলায়ন। গত ২০ মার্চের একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। সিসিটিভিটি বসানো হরিয়ানার কুরুক্ষেত্রে। যেখানে গত ১৯ মার্চ রাত্রিবাস করেন পলাতক অমৃতপাল।

Advertisement

অমৃতপাল যে বাড়িতে রাত্রিবাস করেন, সেই বলজিৎ কউরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বলজিৎ জানিয়েছেন, অন্য এক সহযোগীর সঙ্গে তাঁর বাড়িতে এসেছিলেন অমৃতপাল। মনে করা হচ্ছে, ২০ মার্চ সকালে সেই বাড়ি থেকে বেরোনোর সময়ই ছাতা ব্যবহার করেন তিনি। পুলিশের অনুমান, ‘ধুরন্ধর’ অমৃতপাল আন্দাজ করেছিলেন এলাকায় সিসিটিভি বসানো। তাই মুখ ঢাকতে ছাতা ব্যবহার করেন তিনি। ভিডিয়োর ওই অংশে দেখা যাচ্ছে, একজন দীর্ঘদেহী পুরুষ পরনে আকাশি জামা এবং নেভি ব্লু ট্রাউজার্স। বাঁ হাতে একটি ব্যাগ ঝুলিয়ে ছাতা মাথায় এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। তাঁর খানিক সামনে আরও একজনকে দেখা যায়। তাঁরও মাথা কাপড়ে ঢাকা। তিনি কি অমৃতপালেরই সহযোগী? তা এখনও স্পষ্ট করেনি পুলিশ। যদিও যে ভাবে পাড়ার মধ্যে দিয়ে ছাতা মাথায় অবলীলায় অমৃতপাল হেঁটে যাচ্ছেন, তাতে বোঝা মুশকিল পুলিশ তাঁকে হন্যে হয়ে খুঁজছে।

অমৃতপালের সন্ধান না পেলেও তাঁর দেহরক্ষী তেজেন্দ্র সিংহ ওরফে গোর্খা বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি গোর্খা অমৃতপালের ‘ডান হাত’। পঞ্জাবের অজনালা থানায় হামলার ঘটনায় অভিযুক্ত তিনি।

Advertisement
আরও পড়ুন