Amit Shah's Northeast visit

উত্তর-পূর্বে যাচ্ছেন শাহ, কিন্তু সফরসূচিতে নেই মণিপুর! অসম-মিজ়োরাম ঘুরে ফিরে যাবেন দিল্লি

প্রায় দু’বছর ধরে গোষ্ঠী-সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর না-যাওয়া নিয়ে প্রায়ই কেন্দ্রীয় সরকারকে বিদ্ধ করেন বিরোধীরা। সেই আবহে উত্তর-পূর্ব ভারত সফরে যাচ্ছেন অমিত শাহ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১৪:৪১
অমিত শাহ।

অমিত শাহ। —ফাইল ছবি।

প্রায় দু’বছর ধরে গোষ্ঠী-সংঘর্ষে উত্তপ্ত মণিপুর। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর না-যাওয়া নিয়ে প্রায়ই কেন্দ্রীয় সরকারকে বিদ্ধ করে চলেছেন বিরোধীরা। সেই আবহে উত্তর-পূর্ব ভারত সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও তাঁর সফরসূচিতে নেই মণিপুর! সংবাদ সংস্থা পিটিআই স্বরাষ্ট্রমন্ত্রীর যে সফরসূচি প্রকাশ করেছে, তাতে মণিপুরের কোনও উল্লেখ নেই।

Advertisement

তিন দিনের উত্তর-পূর্ব সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংবাদ সংস্থা পিটিআইকে কেন্দ্রীয় সরকারি এক আধিকারিক জানিয়েছেন, শুক্রবার রাতেই অসমের যোরহাটে পৌঁছবেন শাহ। সেখান থেকে যাবেন গোলাঘাট জেলার দেড়গাঁওয়ে। জায়গাটি যোরহাটের ঠিক পাশেই। দেড়গাঁওয়ের লাচিত বারফুকান পুলিশ ব্যারাকে রাত্রিযাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। লাচিত বারফুকান পুলিশ ব্যারাকের প্রথম দফার সংস্কারের কাজ সম্প্রতিই শেষ হয়েছে। তার জন্য ব্যয় হয়েছে ১৬৭.৪ কোটি টাকা। শনিবার সকালে সেটিরই উদ্বোধন করার কথা শাহের। একই সঙ্গে দ্বিতীয় পর্বের সংস্কার কাজের শিলান্যাসও করবেন। দ্বিতীয় পর্বের কাজের জন্য খরচ হবে ৪২৫.৪৮ কোটি টাকা।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দেড়গাঁওয়ের কর্মসূচি শেষ করে শাহ রওনা দেবেন মিজ়োরামের উদ্দেশে। সম্প্রতি অসম রাইফেলসকে মিজ়োরামের রাজধানী আইজ়ল থেকে ১৫ কিলোমিটার দূরে জ়োখাওসাংয়ে স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। এর পর শনিবার সন্ধ্যাতেই তাঁর ফিরে আসার কথা গুয়াহাটিতে। রাত্রিযাপন করার কথা সেখানেই। এর পর রবিবার সকালে শাহের যাওয়ার কথা অসমের কোকরাঝাড়ের দটমায়। সেখানে বোরোদের ছাত্র সংগঠনের ৫৭তম বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার কথা তাঁর। সেখানে উপস্থিত থাকার কথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মারও। এর পর বিকেলে গুয়াহাটি ফিরে উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। বৈঠক শেষে রাতেই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে বলে পিটিআই-কে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি আধিকারিক।

Advertisement
আরও পড়ুন