—ফাইল চিত্র।
আমেরিকার শুল্কযুদ্ধে বিকল্পের খোঁজে কানাডা, টানটান উত্তেজনা রুশ-ইউক্রেন যুদ্ধবিরতিতেও
এক দিকে, আমেরিকার শুল্কনীতি। অন্য দিকে, রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে আমেরিকার মধ্যস্থতা। এই দুইয়ের জন্য গোটা বিশ্বের নজর রয়েছে হোয়াইট হাউসের দিকে। চিন, কানাডা এবং মেক্সিকোর সঙ্গে শুল্কযুদ্ধ শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় বেশ কিছু ক্ষেত্রে বিকল্পের খোঁজ শুরু করেছে কানাডা। আমেরিকা থেকে তাদের এফ-৩৫ যুদ্ধবিমান কেনার জন্য চুক্তি পুনর্বিবেচনা করছে কানাডা। ২০২৩ সালের জুনে ৮৮টি যুদ্ধবিমান কেনার চুক্তি হয় দু’দেশের। তার মধ্যে ১৬টি ইতিমধ্যেই সরবরাহ করে ফেলেছে আমেরিকা। শুল্কযুদ্ধের আবহে ওই চুক্তি পুনর্বিবেচনা করছে তারা। ইউরোপীয় কোনও দেশ থেকে বাকি যুদ্ধবিমান কেনার ভাবনাচিন্তা চলছে। আবার রুশ-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়েও রাশিয়ার উপর চাপ বৃদ্ধি করছে আমেরিকা। ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হলেও রাশিয়া এখনও স্পষ্ট ভাবে কিছু জানায়নি। এই অবস্থায় ট্রাম্প-পুতিন কূটনীতির দিকেও নজর থাকবে আজ।
রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের বাংলাদেশ সফরের শেষ দিন
রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের বাংলাদেশ সফরের আজ শেষ দিন। রবিবার বাংলাদেশ থেকে ফিরে যাবেন তিনি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর বৈঠকে উঠে এসেছে নির্বাচনের প্রসঙ্গ। গুতেরেসের সঙ্গে ওই বৈঠকে ইউনূস জানান, চলতি বছরের ডিসেম্বর বা পরের বছর জুনে নির্বাচন হতে পারে। তার পর থেকে আবারও বাংলাদেশে নির্বাচন প্রসঙ্গে আলোচনা শুরু হয়েছে। বিএনপি চাইছে, দ্রুত সংস্কারের কাজ শেষ করে নির্বাচন করানো হোক। রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকেও সে কথা জানিয়েছে তারা।
ভরাডুবির পর নামছে পাকিস্তান, টি২০ সিরিজ়ে বিপক্ষে নিউ জ়িল্যান্ড
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর আজ প্রথম নামছে পাকিস্তান। এ বার টি-টোয়েন্টি ক্রিকেটে। বাবর আজ়ম, মহম্মদ রিজ়ওয়ানেরা দল থেকে বাদ পড়েছেন। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে পাকিস্তান খেলবে নিউ জ়িল্যান্ডের সঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানার্স কিউয়িরা খেলবে নিজেদের দেশে। প্রথম ম্যাচ শুরু ভোর ৬:৪৫ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
কার চোট সারল, কার সারল না? আইপিএলের সব খবর
আর এক সপ্তাহ। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল। ইডেনে প্রথম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জোর কদমে প্রস্তুতি চলছে সব দলের। রয়েছে কয়েক জন ক্রিকেটারের চোট সারানোর পালাও। আইপিএলের সব খবর।
দক্ষিণে ছয় জেলায় তাপপ্রবাহ! মার্চেই কি হাঁসফাঁস করা গরম
দক্ষিণবঙ্গের ছ’টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এই জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রির গণ্ডি। তবে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। যদিও তাতে গরম খুব একটা কমবে না বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে মার্চের দ্বিতীয়ার্ধে কলকাতা এবং রাজ্যের আবহাওয়া কেমন থাকবে, সে দিকে নজর থাকবে আজ।
স্প্যানিশ লিগে বড় ম্যাচ, লড়াই বার্সেলোনা বনাম অ্যাটলেটিকোর
স্প্যানিশ লিগে আজ বড় ম্যাচ। লিগ শীর্ষে থাকা বার্সেলোনা খেলবে তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে। বার্সার ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট। অ্যাটলেটিকো এক ম্যাচ বেশি খেলে ৫৬ পয়েন্টে রয়েছে। খেলা রাত ১:৩০ থেকে।
ইংলিশ প্রিমিয়ার লিগে তিন ম্যাচ, লড়াই আর্সেনাল বনাম চেলসির
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ তিনটি ম্যাচ। মুখোমুখি আর্সেনাল ও চেলসি। খেলা সন্ধ্যা ৭টা থেকে। একই সময়ে রয়েছে ফুলহ্যাম-টটেনহ্যাম ম্যাচ। সবশেষে রাত ১২:৩০ থেকে রয়েছে লিস্টার সিটি-ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ম্যাচ। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।