Amit Shah

কাশ্মীরে সন্ত্রাসের মূলে ৩৭০, দাবি অমিতের

সম্প্রতি একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটলেও মোটেরউপরে গত চার বছর কাশ্মীরবাসী নিরুপদ্রবে কাটিয়েছেন বলেই কেন্দ্রের দাবি।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ০৭:৩২
অমিত শাহ।

অমিত শাহ। —ফাইল চিত্র।

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদের জন্যই জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়েছিল বলে মন্তব্য করলেন অমিত শাহ। আজ দিল্লিতে ‘জম্মু-কাশ্মীর অ্যান্ড লাদাখ, থ্রু দ্য এজেস’ নামে একটি বইয়ের প্রকাশ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ওই অনুচ্ছেদ প্রত্যাহার করে নিতেই উপত্যকায় শান্তি ফিরে এসেছে।

Advertisement

৩৭০ অনুচ্ছেদে প্রদত্ত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরে পাঁচ বছর কেটে গিয়েছে। সম্প্রতি একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটলেও মোটেরউপরে গত চার বছর কাশ্মীরবাসী নিরুপদ্রবে কাটিয়েছেন বলেই কেন্দ্রের দাবি। আজ বই প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়াটাই উপত্যকায় শান্তি ফিরে আসার কারণ। তাঁর কথায়, ‘‘উপত্যকা ও দেশের মূল ভূখণ্ডের মধ্যে বিভাজনকারী রেখা হিসেবে কাজ করত অনুচ্ছেদ ৩৭০। এর কারণে দেশে একটি ধারণা (‘মিথ’) তৈরি হয়েছিল যে,ভারত ও কাশ্মীরের সম্পর্ক সাময়িক। পাশাপাশি, জম্মু ও কাশ্মীরের জন্য থাকা বিশেষ ক্ষমতা উপত্যকায় বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসের বীজ বপন করেছিল।’’

অমিত শাহের দাবি, তাঁদের সরকার ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করে নেওয়ায় উপত্যকায় সন্ত্রাসের ঘটনা আগের চেয়ে প্রায় ৭০ শতাংশ কমে এসেছে। পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক হয়েছে। পর্যটন শিল্পের অভূতপূর্ব উন্নতি হয়েছে। গত দু’বছরে দু’কোটি পর্যটক জম্মু ও কাশ্মীরে ঘুরতে গিয়েছেন। শাহের দাবি, ‘‘নরেন্দ্র মোদী সরকার সন্ত্রাসবাদী কার্যকলাপ দমন করার পাশাপাশি সন্ত্রাসে মদতদাতাদের ধ্বংস করতে সক্ষম হয়েছে।’’

Advertisement
আরও পড়ুন