অগ্রগামী কিসান সভার সর্বভারতীয় সম্মেলনে জি দেবরাজন। পটনায়। —নিজস্ব চিত্র।
দেশে আলাদা কৃষি বাজেটের দাবি উঠে এল অগ্রগামী কিসান সভার সর্বভারতীয় সম্মেলনে। বিহারের পটনায় শুরু হয়েছে ফরওয়ার্ড ব্লকের কৃষক সংগঠনের দশম সর্বভারতীয় সম্মেলন। তিন দিনের সম্মেলনের উদ্বোধনী আসরে ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক জি দেবররাজন পৃথক কৃষি বাজেটের প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, দেশের প্রায় ৬০% মানুষ কৃষিজীবি। চাষের উপকরণের দাম বেড়েছে, উৎপাদনের খরচ ঊর্ধ্বমুখী। প্রাকৃতিক বিপর্যয়ের কারণেও প্রায়শই ক্ষতির শিকার হতে হয় কৃষিজীবি মানুষকে। নানা পথে কৃষি ক্ষেত্রে পুঁজির প্রবেশ ঘটলেও এই ক্ষেত্রের জন্য আলাদা কোনও বাজেট নেই, কেন্দ্রীয় ভাবে কোনও পরিকল্পনা বা তার রূপায়ণও নেই। এর ফলে কৃষকদের স্বার্থ সুরক্ষিত থাকছে না। পৃথক বাজেট বরাদ্দ করে কেন্দ্রীয় সরকার যাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কৃষকদের সমস্যা মোকাবিলার চেষ্টা করে, সেই দাবি তুলেছেন দেবরাজন। পটনার আইএমএ হলে ১৭টি রাজ্যের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন কৃষক সংগঠন ও কৃষক আন্দোলনের নেতৃত্বও সম্মেলনে আমন্ত্রিত হয়ে মতামত জানাচ্ছেন। সম্মেলন চলবে আজ, মঙ্গলবার পর্যন্ত।