দিল্লিতে অরবিন্দ কেজরীওয়ালের গাড়ি লক্ষ্য করে ছোড়া হল পাথর। ছবি: এক্স (সাবেক টুইটার)।
আম আদমি পার্টি (আপ)-র প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালকে লক্ষ্য করে হামলা! দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শনিবার ভোটপ্রচারে নেমেছিলেন কেজরী। তখনই হঠাৎ তাঁর গাড়ি লক্ষ্য করে উড়ে আসে পাথর। বিশৃঙ্খলা তৈরি হয় এলাকায়। তবে সংবাদমাধ্যমসূত্রে খবর, অক্ষত রয়েছেন আপ প্রধান।
ঘটনার পরেই বিজেপিকে নিশানা করেছে আপ। আপের অভিযোগ, এই হামলার নেপথ্যে বিজেপি প্রার্থী পরবেশ বর্মার আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে। আসন্ন নির্বাচনে হারার ভয়েই বিজেপির তরফে কেজরীকে লক্ষ্য করে পাথর ও ইটের টুকরো ছোড়া হয়েছে বলে অভিযোগ। এর পরেই বিজেপির উদ্দেশ্যে আপ-এর পাল্টা হুঁশিয়ারি, ‘‘কেজরীওয়াল আপনাদের এই কাপুরুষোচিত আক্রমণে ভয় পাননি। দিল্লির জনগণই আপনাদের উপযুক্ত জবাব দিয়ে দেবে।’’ যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন পরবেশ। তাঁর পাল্টা দাবি, কেজরীর গাড়ি বিজেপি সমর্থকদের পায়ের উপর দিয়ে চলে গিয়েছে। পা ভেঙেছে জনৈক দলীয় কর্মীর।
এর আগে গত ৩০ নভেম্বর এক পদযাত্রা চলাকালীন কেজরীর উপর ‘হামলা’ হয়েছিল। সে বার আপ প্রধানকে লক্ষ্য করে তরল জাতীয় কোনও পদার্থ ছুড়ে মারেন এক ব্যক্তি। ঘটনার পরেই উত্তেজনা ছড়ায় রাজধানীতে। পুলিশের দাবি, ওই ব্যক্তি কেজরীওয়ালকে লক্ষ্য করে জল ছুড়েছিলেন। যদিও আপের অভিযোগ ছিল, তাদের নেতাকে অ্যাসিড ছুড়ে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। তখনও অভিযোগের তির উঠেছিল বিজেপির দিকে।
উল্লেখ্য, আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা ভোট। ভোটগণনা হবে ৮ ফেব্রুয়ারি। তার আগে রাজনৈতিক দলগুলির প্রচার এবং প্রস্তুতি তুঙ্গে। দিল্লিতে এ বার কোনও জোটে থাকতে চাননি কেজরী। লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের শরিক হয়েছিল তাঁর দল। কিন্তু দিল্লির নির্বাচনের দিন ঘোষণার অনেক আগেই তিনি জানিয়ে দেন, তাঁর দল একা লড়বে এবং সব আসনে প্রার্থী দেবে। দিল্লিতে কংগ্রেস এবং বিজেপির সঙ্গেই আপের মূল লড়াই। দিল্লি বিধানসভায় মোট আসন ৭০টি। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ১৭ জানুয়ারি। ২০ তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করার সুযোগ মিলবে।