Maharashtra Assembly Election 2024

ঠাকরে পরিবারে ঠোক্কর! জিতে কাকা রাজকে ধন্যবাদ আদিত্যের, হেরে অমিতের নিশানায় জেঠু উদ্ধব

মহারাষ্ট্রের ওরলি আসনে শিবসেনা (উবিটি) দলের প্রার্থী ছিলেন উদ্ধব-পুত্র আদিত্য। আর মাহিম আসনে পুত্র অমিতকে প্রার্থী করেছিলেন রাজ। এ বার প্রথম বার ভোটে লড়লেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ১৯:৪১
Aaditya Thackeray thanks uncle Raj Thackeray after wining from worli

(বাঁ দিক থেকে) রাজ ঠাকরে, আদিত্য ঠাকরে, অমিত ঠাকরে এবং উদ্ধব ঠাকরে। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

মরাঠাভূমে ঠাকরে পরিবারের দাপট মলিন! মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ফলপ্রকাশ হতেই মিলল সেই ইঙ্গিত। উদ্ধব ঠাকরের শিবসেনা দল টেনেটুনে জিতেছে কয়েকটি আসন। অন্য দিকে, রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) খাতাই খুলতে পারল না। তবে ঠাকরে পরিবারের দুই ‘যুবনেতা’র ফলের বৈপরীত্য প্রকাশ্যে আনল পারিবারিক ‘দ্বন্দ্ব’! ভোটে জিতে কাকা রাজকে ধন্যবাদ জানালেন আদিত্য। তবে ভোটের ময়দানে অভিষেক হওয়া অমিতের গলায় রোষ। হেরে জেঠু উদ্ধবকেই দায়ী করলেন রাজ-পুত্র অমিত।

Advertisement

মহারাষ্ট্রের ওরলি আসনে শিবসেনা (ইউবিটি) দলের প্রার্থী ছিলেন উদ্ধব-পুত্র আদিত্য। আর মাহিম আসনে পুত্র অমিতকে প্রার্থী করেছিলেন রাজ। এ বার প্রথম বার ভোটে লড়লেন তিনি। কিন্তু জেতা তো দূরঅস্ত, ভোটে জমানতই রক্ষা করতে পারলেন না অমিত। ভোটের লড়াই শেষ করলেন তৃতীয় স্থানে। এ বার এই আসনে লড়াই ছিল ত্রিমুখী। শিবসেনা (ইউবিটি), শিন্ডে সেনা এবং এমএনএস। তবে, লড়াই শেষে এই আসনে শেষ হাসি হাসলেন উদ্ধব গোষ্ঠীর মহেশ সবন্ত। দ্বিতীয় স্থানে শিন্ডে সেনার সদা সরভঙ্কার।

২০১৯ সালের বিধানসভা নির্বাচনে ওরলি আসনে দ্বিমুখী লড়াই হয়েছিল। সে বার ভোটেই লড়েনি রাজ ঠাকরের দল। তবে, এ বার এমএনএস ওরলিতে প্রার্থী দেয়। সন্দীপ দেশপাণ্ডেকে দাঁড় করান রাজ। তবে আদিত্য এবং শিন্ডেসেনার মিলিন্দ দেওরার লড়াইয়ে দাঁত ফোটাতে পারলেন না তিনি। ভোটের আগে অনেকেই ভেবেছিলেন, ওরলিতে আদিত্যকে হারিয়ে পদ্ম ফোটাবেন মিলিন্দ। কিন্তু দু’পক্ষের হাড্ডাহাড্ডি লড়াই শেষে আট হাজার ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয় পান উদ্ধব-পুত্র।

উদ্ধব-পুত্র আদিত্য মুম্বইয়ের ওরলিতে এবং তাঁর তুতো তাই বরুণ সরদেশাই বান্দ্রা পূর্ব আসনে জিতলেও উদ্ধবের দল সে ভাবে দাগ কাটতে পারল না। মহারাষ্ট্রের বিধানসভা ভোটের ফলাফল বলছে, ২৮৮ আসনের বিধানসভায় বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ-র সহযোগী হিসাবে ৮১টি আসনে লড়ে ৫৬টিতে জিততে চলছে শিন্ডেসেনা। তাদের ঝুলিতে প্রায় ১৩ শতাংশ ভোট। অন্য দিকে, ‘ইন্ডিয়া’র শরিক উদ্ধবসেনা প্রায় ১১ শতাংশ ভোট পেলেও ২০-র বেশি আসনে জিততে পারেনি।

আরও পড়ুন
Advertisement