প্রতিনিধিত্বমূলক ছবি।
রাতের অন্ধকারে ফুটপাথে ঘুমন্ত অবস্থায় তিন জনকে পিষে দিল একটি ট্রাক। মৃতদের মধ্যে রয়েছে দু’টি শিশুও। এক জনের বয়স এক, অপর জনের দুই। এ ছাড়াও আরও ছ’জন এই দুর্ঘটনায় আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, মত্ত অবস্থায় ট্রাক চালাচ্ছিলেন চালক। ফলে নিয়ন্ত্রণ রাখতে না পেরে চলন্ত ট্রাক ফুটপাথে তুলে দেন।
ঘটনাটি ঘটেছে পুণের ওয়াঘোলিতে। রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। মৃত তিন জনই একই পরিবারের সদস্য। দুই শিশু ছাড়া বিশাল পওয়ার নামে এক ২২ বছরের যুবকের মৃত্যু হয় এই দুর্ঘটনায়। আহতদের উদ্ধার করে সাসুন হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য। তবে মধ্যে দু’-এক জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, কেসনন্দ ফাটা এলাকার ফুটপাথে রাতে অনেকে ঘুমাচ্ছিলেন। তাঁদের মধ্যে বেশির ভাগই শ্রমিক। মাঝরাতে একটি ট্রাক ওই ফুটপাথে উঠে পড়ে। তার চাকার তলায় চাপা পড়েন অন্তত ন’জন। তাঁদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই শ্রমিকেরা মহারাষ্ট্রের অমরাবতী থেকে পুণে গিয়েছিলেন। নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। সেই কাজেই পুণেয় আসেন। ঘটনার পর স্থানীয়েরাই ট্রাকচালককে ধরে ফেলেন। পরে পুলিশ এসে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলে খবর।
শনিবার রাতে মুম্বইয়ে বেপরোয়া গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পিষে দিয়েছিল ঘুমন্ত এক শিশুকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার একই ঘটনা ঘটল। এ বার ট্রাক উঠে পড়ল ফুটপাথে।