বারাণসীর রাস্তায় পুলিশকে ধরে মারধর। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
পরিবার নিয়ে বেরিয়েছিলেন। তবে, ব্যস্ত রাস্তায় আচমকাই এক অটোকে ধাক্কা মারে পুলিশ আধিকারিকের গাড়ি। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বারাণসীতে। উত্তেজিত জনতা ওই পুলিশ অফিসারকে গাড়ির মধ্যে থেকে বার করে এনে মারধর করে বলেও অভিযোগ।
সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার বিকেলে পরিবারকে নিয়ে গাড়িতে করে বেরিয়েছিলেন রাজাতলাব থানার এসএইচও অজিত বর্মা। বারাণসীতে ব্যস্ত রাস্তায় এক অটোকে পেছন থেকে ধাক্কা মারে তাঁর গাড়ি। যা কেন্দ্র করে ঝামেলা শুরু হয়। এলাকার কয়েক জন চড়াও হন পুলিশ অফিসারের গাড়ির উপর। তাঁকে গাড়ি থেকে বার হতে বাধ্য করেন তাঁরা। তার পরই তাঁকে ধিরে ধরে মারধর শুরু করে উত্তেজিত জনতা।
ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছে (যদিও ওই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, এক ব্যক্তি হাতজোড় করে মারমুখী জনতার কাছে অনুরোধ করছেন, যাতে তাঁকে মারধর না করা হয়। যদিও তাঁর আর্জিতে কেউ পাত্তা দেননি। ঘটনার খবর পেয়ে স্থানীয় থানা থেকে পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। তারাই অজিতকে উদ্ধার করে।