Robbery Case

বিহারে মাথায় বন্দুক ঠেকিয়ে গয়নার দোকানে ডাকাতি! সিসি টিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের ধরার চেষ্টায় পুলিশ

দোকানের মালিকের দাবি, কয়েক কোটি টাকার গয়না ডাকাতি হয়ে গিয়েছে। সিসি টিভির ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনায় উদ্বিগ্ন আশপাশের ব্যবসায়ীরাও।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১২:১০
বিহারে গহনার দোকানে ডাকাতির অভিযোগ।

বিহারে গহনার দোকানে ডাকাতির অভিযোগ। — প্রতীকী চিত্র।

বিহারের সমস্তিপুরে মাথায় বন্দুক ঠেকিয়ে একটি গয়নার দোকানে ডাকাতির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার রাতের দিকে ঘটনাটি ঘটে। রাতে দোকান বন্ধের ঠিক আগে চার জন দুষ্কৃতী ওই গয়নার দোকানে প্রবেশ করে। ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার পুলিশ জানিয়েছে, ডাকাতেরা প্রায় কয়েক কোটি টাকার গয়না হাতিয়ে নিয়ে পালিয়েছে বলে অভিযোগ দোকান মালিকের।

Advertisement

শুক্রবার রাতের ওই ঘটনা ধরা পড়েছে দোকানে রাখা সিসিটিভি ফুটেজে। তাতে দেখা গিয়েছে চার দুষ্কৃতী একে একে সমস্তিপুরের নগর থানা এলাকায় পুরাতন ডাকঘর রোডের ধারে দোকানে প্রবেশ করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা প্রথমে সাধারণ ক্রেতা সেজেই দোকানে আসে। দোকানে তখন দু’জন কর্মী ছিলেন। এক পুরুষ এবং এক মহিলা। তাঁরা তখন দ‌োকান বন্ধ করার তোড়জোড় করছিলেন। কিছু ক্ষণের মধ্যে অভিযুক্তেরা আগ্নেয়াস্ত্র বার করে ভয় দেখাতে শুরু করে দোকানের কর্মচারীদের। তাঁদের মাথায় বন্দুক ঠেকিয়ে এক এক করে সব গয়নার বাক্স খুলতে শুরু করে ডাকাতেরা। এর পর সেগুলি নিয়ে দোকান থেকে পালিয়ে যায় তারা। দোকানের মালিকের দাবি, প্রায় কয়েক কোটি টাকার গয়না ডাকাতি হয়েছে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

ওই গয়নার দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ডাকাতির কিনারা করার চেষ্টা করছেন পুলিশকর্মীরা। সমস্তিপুরের সহকারী পুলিশ সুপার সঞ্জয় পাণ্ডে জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলেও জানিয়েছেন তিনি। তবে এই ডাকাতির ঘটনার পর আশপাশের ব্যবসায়ীরাও উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশ যাতে নিয়মিত এলাকায় টহলদারির ব্যবস্থা করে, সেই অনুরোধও জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন
Advertisement