কুয়োয় পড়ে যাওয়া শিশুকে উদ্ধার করার চেষ্টা। ছবি: সংগৃহীত।
৯৬ ঘণ্টা পেরিয়ে গেলেও রাজস্থানের কোটপুতলির চেতনাকে উদ্ধার করা গেল না। বৃহস্পতি রাত থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ায় উদ্ধারকাজ বাধা পাচ্ছে বলে স্থানীয় সূত্রে খবর।
পুলিশ জানিয়েছে, কুয়োর সমান্তরালে ১৭০ ফুট গভীর গর্ত খোঁড়া হয়েছে। তার মধ্যে ১৬২ ফুট দীর্ঘ পাইপ প্রবেশ করানো হয়েছে। আরও ৮ ফুট পাইপ প্রবেশ করানোর কাজ চলছে। সেই পাইপ লাগানোর কাজ শেষ হলেই ‘র্যাটহোল’ খননকারীরা সেই পাইপের মাধ্যমে নীচে নামবেন। তার পর আড়াআড়ি ভাবে আরও ২০ ফুটের সুড়ঙ্গ খুঁড়ে কুয়োর সঙ্গে সংযোগস্থাপন করবেন। আপাতত এই কৌশলেই এগোতে চাইছেন উদ্ধারকারীরা।
কাজ দ্রুত এগোচ্ছিল। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে সেই কাজের গতি মন্থর হয়ে গিয়েছে ভারী বৃষ্টির কারণে। কোটপুতলি-বহরোড়ের জেলাশাসক কল্পনা আগরওয়াল এই সমস্যার কথা স্বীকার করেছেন। সোমবার ৭০০ ফুট কুয়োয় পড়ে গিয়েছে বছর তিনেকের চেতনা। কুয়োর ১৫০ ফুট গভীরে আটকে ছিল সে। কিন্তু আধুনিক কৌশল ব্যবহার করে শিশুটিকে ৩০ ফুট পর্যন্ত তুলে আনা হয়েছে। তার পর থেকেই নানা রকম জটিলতা সৃষ্টি হয়েছে উদ্ধারকাজে। এখনও ১২০ ফুট উপরে তুলে আনতে হবে চেতনাকে। কিন্তু আশঙ্কার বিষয়, চেতনার কোনও নড়াচড়া লক্ষ করা যাচ্ছে না বলে স্থানীয় সূত্রে খবর। তবে প্রশাসন এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাইছে না। ২৪ ডিসেম্বর থেকেই আধুনিক যন্ত্রপাতি নিয়ে এসে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু সব কিছুই ব্যর্থ হয়েছে। শেষমেশ র্যাটহোল খননকারীদের ডাকা হয়েছে। কিন্তু উদ্ধারকাজে বাদ সেধেছে ভারী বৃষ্টি।