MCD

মেয়র শেলির বিরুদ্ধে হাই কোর্টে বিজেপি, দিল্লি পুরসভায় এ বার পোস্টারযুদ্ধে কাউন্সিলররা

গত ডিসেম্বর মাসে দিল্লি পুরসভার নির্বাচন মিটে গিয়েছিল । তারপর তিন বার মেয়র নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হলেও আপ এবং বিজেপি কাউন্সিলরদের মধ্যে গন্ডগোলের জেরে তা ভন্ডুল হয়ে যায়।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৪১
2 BJP Councillors cove Delhi HC Against MCD Mayor Shelly Oberoi’s invalid vote decision

বিজেপির নিশানায় দিল্লির মেয়র শেলি ওবেরয়। ফাইল চিত্র।

মেয়র নির্বাচনের পরেও বিতর্ক মিটছে না দিল্লি পুরসভায়। দুই বিজেপি কাউন্সিলর এ বার পুরসভার স্থায়ী সমিতির নির্বাচনে তাঁদের ভোট বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন। তারই মধ্যে পুর অধিবেশনে দেখা গেল আম আদমি পার্টি (আপ) এবং বিজেপি কাউন্সিলরদের পোস্টার যুদ্ধ।

শিখা রায় এবং কমলজিৎ সেহরাওয়াত নামে ওই দুই বিজেপি কাউন্সিলরের দাবি, নিয়ম বহির্ভূত ভাবে তাঁদের ভোট বাতিল করেছেন, নবনির্বাচিত মেয়র তথা আপ নেত্রী শেলি ওবেরয়। শুক্রবার পুরসভার স্থায়ী সমিতির ছ’টি পদে ভোটাভুটির পরেই মেয়রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যান তাঁরা। দিল্লি হাই কোর্ট দুই কাউন্সিলরের আবেদন গ্রহণ করেছে। শনিবার মামলার শুনানি শুরু হয়েছে।

Advertisement

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে দিল্লি পুরসভার নির্বাচন মিটে গিয়েছিল । তারপর তিন বার মেয়র নির্বাচনের দিন ক্ষণ ঘোষিত হলেও আপ এবং বিজেপি কাউন্সিলরদের মধ্যে গন্ডগোলের জেরে তা ভন্ডুল হয়ে যায়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট মেয়র নির্বাচনে লেফটেন্যান্ট গভর্নর মনোনীত সদস্যদের ভোটাধিকার খারিজ করায় গত বুধবার ভোটাভুটিতে বিজেপির রেখা গুপ্তকে ১৫০-১১৬ ফলে হারিয়ে মেয়র নির্বাচিত হন শেলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement