Russia-Ukraine War

ভারত এবং চিন বাধা না দিলে এত দিনে ইউক্রেনে পরমাণু হামলা করতেন পুতিন, বলল আমেরিকা

চলতি সপ্তাহেই আমেরিকার সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত ‘নিউ স্টার্ট’ চুক্তি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন পুতিন। তার পরেই পরমাণু অস্ত্র প্রতিযোগিতায় ইন্ধনের অভিযোগ তোলা হয়।

Advertisement
সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৩৩
US Secretary of State Antony Blinken said Russian President Vladimir Putin might have already used nuclear weapons on Ukraine, if not for India and China

পুতিনের বিরুদ্ধে আবার পরমাণু অস্ত্র প্রয়োগের ছক কষার অভিযোগ তুলল আমেরিকা। ফাইল চিত্র।

ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির পরেই আবার পরমাণু হামলার আশঙ্কা প্রকাশ করল আমেরিকা। সেই সঙ্গে জো বাইডেন সরকারের বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন সরাসরি বললেন, ‘‘ভারত এবং চিন না বাধা না দিলে হয়ত এত দিনে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্র প্রয়োগ করতেন।’’

আগামী সপ্তাহেই জি-২০ এবং সাংহাই সংলাপে যোগ দিতে দিল্লি আসছেন ব্লিঙ্কেন। তার আগে একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাঁর এই বক্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। মস্কোর উপর নয়াদিল্লি এবং বেজিংয়ের ‘প্রভাবের’ কথা বলে শান্তি ফেরানোর জন্য দুই দেশের উপর আমেরিকা-সহ পশ্চিমি দুনিয়ার নির্ভরতার কথাও কার্যত স্বীকার করে নিলেন তিনি।

Advertisement

প্রসঙ্গত, চলতি সপ্তাহেই আমেরিকার সঙ্গে কৌশলগত পরমাণু নিরস্ত্রীকরণ সংক্রান্ত ‘নিউ স্টার্ট’ চুক্তি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন পুতিন। তার পরেই আমেরিকার তরফে মস্কোর বিরুদ্ধে নতুন করে পরমাণু অস্ত্র প্রতিযোগিতায় ইন্ধন দেওয়ার অভিযোগ তোলা হয়। সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ তুলে ব্লিঙ্কেন বলেন, ‘‘অনেক ক্ষেত্রেই পুতিনের প্রতিক্রিয়া যুক্তিসঙ্গত নয়। সম্প্রতি, রাশিয়ার থেকে যে প্রতিক্রিয়া আসছে তাতে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা আরও জোরালো হচ্ছে।’’

আরও পড়ুন
Advertisement