Bhopal

ভোপালে শুটিং প্রশিক্ষণ কেন্দ্রে নিজেই নিজেকে গুলি করে আত্মঘাতী কিশোর, তদন্তে পুলিশ

মৃত ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কেন ওই ছাত্র হঠাৎ আত্মহত্যা করল, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থল কিংবা আবাসনে ছাত্রের ঘর থেকে কোনও সুইসাইড নোটও মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪ ১৭:৩৫
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

শুটিং প্রশিক্ষণকেন্দ্রে অনুশীলনের সময় নিজেকে গুলি করে আত্মঘাতী হল কিশোর। রবিবার রাতে ভোপালে ঘটনাটি ঘটেছে। মৃত কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

রতিবাদ থানার ভারপ্রাপ্ত পুলিশকর্তা রাসবিহারী শর্মা জানিয়েছেন, মৃত কিশোরের নাম যথার্থ রঘুবংশী (১৭)। ওই ছাত্র মধ্যপ্রদেশের অশোকনগর জেলার বাসিন্দা। ভোপালের একটি সরকারি শুটিং প্রশিক্ষণকেন্দ্রে অনুশীলন করত যথার্থ। সেখানেই ছাত্রাবাসে থাকত সে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় ওই ছাত্র রোজকার মতো অনুশীলনে এসেছিল। এর কিছু ক্ষণ পরে তার নিথর দেহ উদ্ধার হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছে সে। তাঁরাই পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেয় রতিবাদ থানার পুলিশ। মৃত ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কেন ওই ছাত্র হঠাৎ আত্মহত্যা করল, তা এখনও জানা যায়নি। ঘটনাস্থল কিংবা আবাসনে ছাত্রের ঘর থেকে কোনও সুইসাইড নোটও মেলেনি বলে জানিয়েছে পুলিশ। এর পরেই তদন্তে নেমেছে পুলিশ। ওই ছাত্র প্রকৃতই আত্মহত্যা করেছে, না কি এই মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন