Bank Fraud

১৩ কোটি টাকা, ব্যাঙ্কের নথি চুরি করার অভিযোগ খোদ ম্যানেজারের বিরুদ্ধে, বেঙ্গালুরুতে ধৃত চার

গত নভেম্বরে ওই সংস্থাটি পুলিশে অভিযোগ দায়ের করে যে, তাদের অ্যাকাউন্ট থেকে সাড়ে ১২ কোটিরও বেশি টাকা উধাও হয়ে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৩
বেঙ্গালুরুতে গ্রেফতার ব্যাঙ্ক ম্যানেজার। প্রতীকী ছবি।

বেঙ্গালুরুতে গ্রেফতার ব্যাঙ্ক ম্যানেজার। প্রতীকী ছবি।

১৩ কোটি টাকা এবং ব্যাঙ্কের নথি হাতানোর অভিযোগ উঠল বেসরকারি ব্যাঙ্কের এক ম্যানেজারের বিরুদ্ধে। আর সেই অভিযোগেই শনিবার ওই ব্যাঙ্ক ম্যানেজার এবং তাঁকে সহযোগিতা করার অভিযোগে আরও তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি বেঙ্গালুরুর।

Advertisement

বিষয়টি প্রকাশ্যে আসে একটি বেসরকারি সংস্থার সূত্র ধরে। গত নভেম্বরে ওই সংস্থাটি পুলিশে অভিযোগ দায়ের করে যে, তাদের অ্যাকাউন্ট থেকে সাড়ে ১২ কোটিরও বেশি টাকা উধাও হয়ে গিয়েছে। সেই অভিযোগ পাওয়ার পরই তদন্ত চালাচ্ছিল পুলিশ। তখনই প্রকাশ্যে আসে এই চুরির নেপথ্যে রয়েছেন খোদ ব্যাঙ্কের ম্যানেজারই। তার পরই তাঁকে এবং আরও তিন কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ব্যাঙ্কের সিআইবি ফর্ম এবং গ্রাহকের সই নকল করে গুজরাত এবং রাজস্থানে ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা স্থানান্তর করা হয়েছে। সেই সূত্র ধরেই পুলিশ ব্যাঙ্ক ম্যানেজারের হদিস পায়। তার পরই তাঁকে গ্রেফতার করা হয়। ম্যানেজারকে জেরা করে আরও তিন জনের খোঁজ পায় পুলিশ। বেশির ভাগ টাকাই উদ্ধার করা হয়েছে। ফ্রিজ করে দেওয়া হয়েছে ১৭টি অ্যাকাউন্ট।

Advertisement
আরও পড়ুন