মহারাষ্ট্রের বিধানসভা
বাদল অধিবেশনের শুরুতেই চরম বিশৃঙ্খলা মহারাষ্ট্র বিধানসভায়। শুরুর দিনে স্পিকার ভাস্কর যাদবকে হেনস্থার অভিযোগে এক বছরের জন্য সাসপেন্ড করা হল ১২ জন বিজেপি বিধায়ককে। যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন সে রাজ্যের বিরোধী দলনেতা দেবেন্দ্র ফডণবীস।
বিধানসভায় ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) সংরক্ষণ নিয়ে আলোচনার সময়ে বিজেপি বিধায়কদের পর্যাপ্ত সময় না দেওয়ার অভিযোগ উঠেছে স্পিকারের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করলেই অধিবেশন বাতিল করেন স্পিকার। তাতেই আরও ক্ষুব্ধ হয়ে স্পিকারের কাছে চলে আসেন বিজেপি বিধায়করা। যাদব বলেন, ‘‘ফডণবীস এবং চন্দ্রকান্ত পাটিলের উপস্থিতিতে বিরোধীরা আমার কেবিনে এসে আমার উদ্দেশে অসাংবিধানিক কথা বলতে থাকেন। কিছু নেতা আমায় ধাক্কাও দিয়েছেন।’’ রাজ্যের সাংবিধানিক বিষয়ক মন্ত্রীকে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন যাদব।
স্পিকারের বিরুদ্ধেও বিধায়কদের হেনস্থা করার অভিযোগ তুলেছে বিজেপি। মহারাষ্ট্র্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফডণবীস বলেন, ‘‘সব অভিযোগই মিথ্যে। গল্প বানাচ্ছে। বিজেপি-র কেউই তাঁকে হেনস্থা করেননি।’’