Lottery Horoscope Prediction

জানুয়ারি মাসের প্রথম চার দিনের মধ্যে লটারি কেটে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন রাশির?

নতুন বছরের প্রথম সপ্তাহ, অর্থাৎ ০১ জানুয়ারি থেকে ০৪ জানুয়ারি পর্যন্ত কারা কারা লটারি কেটে পুরস্কার পেতে পারেন জেনে নিন।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ০৭:৪৩
lottery

—প্রতীকী ছবি।

কাল থেকেই শুরু হচ্ছে নতুন বছর। কার ভাগ্যে কী রয়েছে নতুন বছরে সেটি জানার জন্য সকলেই আগ্রহী। ২০২৫-এ আর্থিক দিক দিয়ে উন্নতি হবে না অবনতি, সেটি নিয়েও সকলের নানা চিন্তা রয়েছে। কিন্তু চিন্তা করার প্রয়োজন নেই, ভাগ্যের বিষয়ে সাহায্য করার জন্য জ্যোতিষী রয়েছেন। জ্যোতিষীই জানিয়ে দেবেন যে কোন রাশির অর্থভাগ্য কেমন থাকবে। নতুন বছরের প্রথম সপ্তাহ, অর্থাৎ ০১ জানুয়ারি থেকে ০৪ জানুয়ারি পর্যন্ত কারা কারা লটারি কেটে পুরস্কার পেতে পারেন জেনে নিন।

Advertisement

মেষ– এই সপ্তাহের শেষ ভাগে মেষ রাশির জাতকরা একবার লটারির টিকিট কেটে দেখতে পারেন।

বৃষ– বৃষ রাশির জাতক-জাতিকাদের এই সপ্তাহে লটারির টিকিট না কাটাই ভাল হবে। বিশেষ লাভের আশা নেই।

মিথুন– অর্থ প্রাপ্তির দিক থেকে মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহের শেষ ভাগ খুবই বাল দেখা যাচ্ছে। লটারি কেটে দেখতে পারেন।

কর্কট– কর্কট রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহের শেষ দিকে লটারির টিকিট কেটে দেখতে পারেন।

সিংহ– এই সপ্তাহে সিংহ রাশির ব্যক্তিরা কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন। বেশি অঙ্কের লটারির টিকিট কাটতে যাবেন না।

কন্যা– কন্যা রাশির জাতক-জাতিকারাও এই সপ্তাহে খুব বেশি অঙ্কের লটারির টিকিট কাটবেন না। যদিও কাটেন সপ্তাহের মাঝের দিকে কাটবেন।

তুলা– এই সপ্তাহে তুলা রাশির জাতকরা সপ্তাহের প্রথম দিকে লটারি কাটলেও, মধ্য এবং শেষ ভাগে লটারি কাটবেন না।

বৃশ্চিক– বৃশ্চিক রাশির ব্যক্তিরা এই সপ্তাহে লটারির টিকিট কেটে দেখতে পারেন। পুরস্কার প্রাপ্তির যোগ ভালই দেখাচ্ছে।

ধনু– ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটা ভাল-খারাপ মিশিয়ে চলবে। ভেবেচিন্তে লটারির দিকে এগোনো উচিত।

মকর– মকর রাশির জাতক-জাতিকারা সপ্তাহের মধ্য ভাগে একবার লটারির টিকিট কেটে দেখতে পারেন।

কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকারা এই গোটা সপ্তাহ জুড়েই লটারির টিকিট কাটতে পারেন। বেশ ভাল পুরস্কার প্রাপ্তির যোগ রয়েছে।

মীন– মীন রাশির জাতকরা এই সপ্তাহে লটারির টিকিট কাটতে য়াবেন না। অর্থপ্রাপ্তির ভাগ্য বিশেষ একটা ভাল নয়।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Advertisement
আরও পড়ুন