News of the Day

মালদহে তৃণমূল নেতার খুনের তদন্ত কোন পথে। অল্লু অর্জুনের জামিন মামলার শুনানি। আর কী কী নজরে

মালদহে তৃণমূল নেতার খুনের তদন্ত কোন পথে, অল্লু অর্জুনের জামিন মামলার শুনানি, কেমন আছেন ‘কালীঘাটের কাকু’,সিপিএমের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি, দক্ষিণবঙ্গে কতটা নামবে পারদ

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৫ ০৬:২৪
গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

মালদহে তৃণমূল নেতার খুনের তদন্ত কোন পথে, আরও কেউ ধরা পড়বে কি

Advertisement

বৃহস্পতিবার সকালে বাড়ির অদূরে দুষ্কৃতীদের গুলিতে খুন হন মালদহের তৃণমূল সহ-সভাপতি তথা ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা। দুলালের মৃত্যুতে শোকপ্রকাশ করার পাশাপাশি এই খুনের জন্য পুলিশের গাফিলতিকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলের দিকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে গ্রেফতার করে পুলিশ। তবে খুনের নেপথ্যে কোন কারণ, তা এখনও স্পষ্ট নয়। তৃণমূল নেতাকে খুনের ঘটনায় তদন্ত কোন পথে এগোয়, আরও কেউ গ্রেফতার হয় কি না, সে দিকে আজ নজর থাকবে।

অল্লু অর্জুনের জামিন মামলার শুনানি নিম্ন আদালতে

‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যুর মামলায় অন্যতম অভিযুক্ত অভিনেতা অল্লু অর্জুন। আজ তাঁর জামিন মামলার রায় জানাবে নিম্ন আদালত। গত ৪ ডিসেম্বর তেলঙ্গানার এক প্রেক্ষাগৃহে প্রিমিয়ারের সময় অভিনেতা অল্লু গিয়ে পৌঁছতেই ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। তাঁর ন’বছরের সন্তানও জখম হয়। ওই ঘটনায় অভিযুক্তদের তালিকায় ১১ নম্বরে নাম রয়েছে অল্লুর। তেলঙ্গানা পুলিশ তাঁকে গ্রেফতারও করে। নিম্ন আদালতে তাঁকে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পরে তেলঙ্গানা হাই কোর্টের দ্বারস্থ হন অভিনেতা। হাই কোর্ট তাঁর চার সপ্তাহের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন। গত সোমবার নিম্ন আদালতে তাঁর জামিন মামলার শুনানি ছিল। সে দিন দু’পক্ষের বক্তব্য শোনার পর নিম্ন আদালত রায়দান স্থগিত রাখে। শুক্রবার পর্যন্ত রায়দান স্থগিত রাখেন বিচারক। আজ অল্লুর জামিন মামলায় নিম্ন আদালত কী রায় দেয়, সে দিকে নজর থাকবে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

হাসপাতালে কেমন আছেন ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ

‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অসুস্থতার কারণে প্রাথমিক নিয়োগের মামলায় চার্জ গঠন প্রক্রিয়া থমকে গিয়েছে। বৃহস্পতিবারও এই সংক্রান্ত শুনানি এগিয়ে নিয়ে যেতে পারেননি বিচারক। আগামী ৬ জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করা হয়েছে। তবে সব অভিযুক্ত সশরীরে উপস্থিত না-থাকলে চার্জ গঠন সম্ভব নয়। তাই ‘কাকু’ সুস্থ হয়ে আদালতে না গেলে এই সংক্রান্ত শুনানি সম্ভব নয়।

সিপিএমের দৈনিক মুখপত্রের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি

রাজ্য সিপিএমের প্রভাতী দৈনিকের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি রয়েছে আজ। সেখানে উপস্থিত থাকবেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং পলিটব্যুরোর সদস্য সূর্যকান্ত মিশ্র। সম্মেলন পর্বে সিপিএম নেতৃত্ব দলকে কী বার্তা দেন, সেই খবরে নজর থাকবে আজ।

সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উত্তরে, দক্ষিণবঙ্গে কতটা নামবে পারদ

নতুন বছরের শুরুতে রাজ্যে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। বৃহস্পতিবার পশ্চিমের বিভিন্ন জেলায় পারদ ৯ ডিগ্রির নীচে নেমে গিয়েছিল। পুরুলিয়ার তাপমাত্রা ছিল কালিম্পঙের চেয়েও কম। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া এখনও কিছুটা বাধা পাচ্ছে। তবে ছন্দে ফিরতে শুরু করেছে জানুয়ারির শীত। সপ্তাহান্তে আবার তাপমাত্রা বাড়তে পারে।

Advertisement
আরও পড়ুন