গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
সিডনিতে সিরিজ়ের শেষ টেস্টে লড়াই শুরু ভারত ও অস্ট্রেলিয়ার। ২-১ ফলে সিরিজ়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তারা এই ম্যাচ জিতলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে। ছিটকে যাবে ভারত। শুধু তা-ই নয়, ভারত বর্ডার-গাওস্কর ট্রফিও হাতছাড়া করবে।
আজ আবার মাঠে নামতে পারেন মহম্মদ শামি। ঘরোয়া এক দিনের ক্রিকেট বিজয় হজারে ট্রফিতে বাংলার খেলা বিহারের সঙ্গে। এই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন এই জোরে বোলার। বোঝা যাবে তাঁর চোটের অবস্থা কেমন। আইএসএলে রয়েছে মহমেডানের ম্যাচ। স্প্যানিশ লিগে খেলবে রিয়াল মাদ্রিদ। শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান দ্বিতীয় টেস্ট।
শুরু ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট, ফাইনালের দৌড়ে থাকবেন বুমরাহেরা?
আজ থেকে শুরু ভারত বনাম অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট। ভারতের সামনে সিরিজ় বাঁচানোর লড়াই। অস্ট্রেলিয়া এই ম্যাচ ড্র করলেই বর্ডার-গাওস্কর ট্রফি জিতে নেবে। প্যাট কামিন্সের দল এই টেস্ট জিতে গেলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে। শেষ হয়ে যাবে ভারতের আশা। সিডনিতে খেলা শুরু ভোর ৫টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
এক দিনের ক্রিকেটে বাংলার ম্যাচ, আবার মাঠে নামার সম্ভাবনা মহম্মদ শামির
বিজয় হজারে ট্রফিতে আজ পঞ্চম ম্যাচ খেলতে নামছে বাংলা। ‘ই’ গ্রুপে বাংলাই একমাত্র দল যারা এখনও পর্যন্ত অপরাজিত। আজকের ম্যাচ অন্য একটি কারণে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ম্যাচে খেলতে পারেন মহম্মদ শামি। বাংলার ম্যাচ বিহারের সঙ্গে। ৫০ ওভারের ম্যাচ শুরু সকাল ৯টা থেকে।
আইএসএলে মহমেডানের ম্যাচ, লক্ষ্য দ্বিতীয় জয়
আইএসএলে আজ মহমেডানের ম্যাচ। খেলতে হবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। ১৩টি ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচ জেতা মহমেডানের এটি অ্যাওয়ে ম্যাচ। টানা পাঁচটি ম্যাচ হারার পর গত ম্যাচে ওড়িশার সঙ্গে ড্র করেছে আন্দ্রে চেরনিশভের দল। আজ কী হবে? গুয়াহাটিতে খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ ও স্টার স্পোর্টস চ্যানেল এবং জিয়ো সিনেমা অ্যাপে।
জমে গিয়েছে স্প্যানিশ লিগ, রয়েছে রিয়ালের ম্যাচ, বিপক্ষে ভ্যালেন্সিয়া
জমে গিয়েছে স্প্যানিশ লিগ। আজ রিয়াল মাদ্রিদের খেলা। খেলতে হবে ভ্যালেন্সিয়ার সঙ্গে। লিগ শীর্ষে থাকা আটলেটিকো মাদ্রিদের সঙ্গে রিয়ালের পয়েন্টের তফাৎ মাত্র এক। ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট আটলেটিকোর। সমসংখ্যক ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪০। আজ খেলা শুরু রাত ১:৩০ থেকে।
দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্ট, প্রথম দিনের খেলা
আজ থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান দ্বিতীয় টেস্ট। এটিই সিরিজ়ের শেষ টেস্ট। প্রথম টেস্টে জিতে দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গিয়েছে। ফলে সেই অর্থে এই টেস্ট নিয়মরক্ষার। কিন্তু সিরিজ়ের বিচারে এই টেস্টের তাৎপর্য রয়েছে। হারলে বা ড্র করলে সিরিজ় হারবে পাকিস্তান। খেলা শুরু দুপুর ২টো থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।