Astrological Tips

শত পরিশ্রমেও রোজগার শূন্য? এক টাকার কয়েন, লবঙ্গ, এলাচ দিয়ে লক্ষ্মী-আরাধনায় ভাগ্য ফেরান

অনেক সময় গ্রহের খারাপ প্রভাবের ফলে মনের মতো অর্থ উপার্জন করতে পারা যায় না। করণীয় কী? পূজার্চনায় ভাগ্য ফেরান।

Advertisement
 শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৪ ১১:৪১
Zero income even with hundreds of efforts? With one rupee coin, cloves, cardamom Lakshmi-worship brings back luck

—প্রতীকী ছবি।

বহু মানুষ, প্রতিনিয়ত নানা ভাবে খেটেখুটে অর্থ উপার্জন করছেন। রোজগার বাড়ানোর চেষ্টা করছেন। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, হাড় ভাঙা খাটুনির পরেও অর্থ সেই পরিমাণে আসছে না।

Advertisement

আবার কোনও কোনও ক্ষেত্রে ঠিক উল্টোটা লক্ষ করা যায়। খুব কম পরিশ্রমেও অর্থ আসছে প্রচুর।

এখানে বলি, অনেক সময় গ্রহের খারাপ প্রভাবের ফলে মনের মতো অর্থ উপার্জন করতে পারা যায় না। আবার কখনও কখনও ভাগ্যও ‘সাথ’ দেয় না। এ ক্ষেত্রে করণীয় কী? আমি বলি, সহজ কিছু টোটকা বা পূজার্চনার মাধ্যমে অর্থ বৃদ্ধি করা যেতে পারে।

আপনি জানেন কি, একটি মাত্র এলাচ, লবঙ্গ এবং এক টাকার একটা কয়েনের মাধ্যমে কী ভাবে অর্থ উপার্জন দ্বিগুণ বাড়িয়ে তোলা যায়? শুনুন তবে। নিয়মগুলি বলি।

Zero income even with hundreds of efforts? With one rupee coin, cloves, cardamom Lakshmi-worship brings back luck

—প্রতীকী ছবি।

কী কী নিয়ম পালন করতে হবে

যে কোনও বৃহস্পতি বা শুক্রবার (যদি বৃহস্পতি বা শুক্রবার সম্ভব না হয়, তা হলে যে কোনও বারেই করা যেতে পারে) মা লক্ষ্মী দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। তার পর দেবীর সামনে একটি এলাচ, লবঙ্গ ও কয়েনটি রেখে বিধি মতো মা লক্ষ্মীর পুজো করুন। পুজো করার পর ডান হাতে এলাচ, লবঙ্গ ও কয়েনটি নিয়ে এই মন্ত্র ১০৮ বার জপ করতে থাকুন।—

‘‘মন্ত্র — ওম মহালক্ষ্মীয়ে নমঃ’’

এই প্রক্রিয়াটি করার সময় বিশেষ কিছু নিয়ম মানতেই হবে

১. এই ক্রিয়াটি করার সময় যেন কেউ আপনাকে বিরক্ত না করে।

২. এলাচ ও লবঙ্গটি যেন ভাঙা না থাকে এবং নিখুঁত হয়।

৩. ক্রিয়াটি সন্ধ্যাবেলা করতে হবে।

৪. এই ক্রিয়াটি করার সময় শুদ্ধ বস্ত্র অবশ্যই পরিধান করতে হবে।

৫. সব শেষে এলাচ, লবঙ্গ ও কয়েনটি একটি কাপড়ে রেখে যেখানে বাড়ির খরচের জন্য টাকা রাখা থাকে, সেখানে রেখে দিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement