Astrological Tips

বাড়িতে পারিবারিক শান্তি বজায় রাখার কিছু সহজ উপায় জেনে নিন, কী করবেন, কী করবেন না

বিভিন্ন কারণে বাড়িতে নেগেটিভ এনার্জি জমা হয়। যার ফলে পরিবারের শান্তি ভঙ্গ হয়, সেই শান্তি ফিরিয়ে এনে সুস্থ থাকার জন্য সহজ কিছু উপায় মেনে চলতে হবে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৪ ১৬:২০
Things to do to maintain peace at home

—প্রতীকী ছবি।

পরিবারে ছোটখাটো মিষ্টি অশান্তি প্রায় সব বাড়িতেই থাকে। অনেক সময়ে ছোটখাটো অশান্তির কারণ আমরা খুঁজে পাই না। অশান্তির সঠিক কারণ পাওয়া যায়।

Advertisement

বিভিন্ন কারণে বাড়িতে নেগেটিভ এনার্জি জমা হয়। যার ফলে পরিবারের শান্তি ভঙ্গ হয়, সেই শান্তি ফিরিয়ে এনে সুস্থ থাকার জন্য সহজ কিছু উপায় মেনে চলতে হবে।

শুধুমাত্র পারিবারিক শান্তি নয়, আরও নানা রূপ সমস্যার সমাধান হয়। যেমন আর্থিক, সামাজিক ও কর্মক্ষেত্রেও। বাড়িতে পজ়িটিভ এনার্জি প্রবেশ করানোর জন্য সহজ উপায়গুলি জেনে নেওয়া যাক।

১) বাড়ির প্রধান দরজা সব সময়ে ভাল কাঠের করতে হবে। এতে বাড়িতে পজ়িটিভ এনার্জি সঞ্চার করে।

২) বাড়ির প্রধান দরজা সব সময় সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করুন।

৩) নেমপ্লেট বাড়ির প্রধান দরজায় রাখুন, অবশ্যই সংখ্যাতত্ত্ব মেনে।

৪) বাড়ির প্রধান দরজার কাছে কখনওই জুতো রাখার ব্যবস্থা করা যাবে না। এর ফলে বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করে বাড়ির শুভ শক্তিকে নষ্ট করে দেয়।

৫) প্রধান দরজা তৈরির সময়ে খেয়াল রাখতে হবে যে, দরজা যেন ঘড়ির কাটা বরাবর খোলে।

৬) প্রধান দরজায় কখনওই জীব-জন্তুর ছবি না লাগানো হয়।

৭) বাড়ির প্রধান দরজায় কালো রঙের যে কোনও কিছু না রাখাই ভাল।

৮) বাড়ির প্রধান দরজার সামনে সাজানোর জন্য ঝর্না রাখার ব্যবস্থা না করাই ভাল।

৯) অবশ্যই খেয়াল রাখতে হবে বাড়ির প্রধান দরজায় স্বাগতমের জন্য কিছু লিখতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement