Kartik Puja 2023

নতুন সংসারে কার্তিক পুজো করবেন? জেনে নিন দিন ক্ষণ

দেব সেনাপতি কার্ত্তিক পৌরাণিক দেবতা। অনেকের বিশ্বাস, দেব সেনাপতি কার্তিকের আরাধনায় পুত্র সন্তান লাভ হয়।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৩ ১২:৫৩

—প্রতীকী ছবি।

দেবী দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের পুত্র দেব সেনাপতি কার্ত্তিক। দেব সেনাপতি কার্ত্তিক পৌরাণিক দেবতা। অনেকের বিশ্বাস, দেব সেনাপতি কার্তিকের আরাধনায় পুত্র সন্তান লাভ হয়। কার্তিকের আরাধনায় শুধু যে পুত্র লাভ হয় তা কিন্তু না, কার্তিকের আরাধনা করলে সাংসারের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সুফল পাওয়া যায়, আয় এবং উন্নতি হয়। কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার কারণে দেব সেনাপতির আরাধনায় যশ, বল লাভ হয়। দেব সেনাপতি কার্তিকের উপাসনায় মঙ্গল গ্রহের শুভ ফল প্রাপ্ত হয়। আগামী ৩০ কার্ত্তিক, ১৭ নভেম্বর , শুক্রবার কার্ত্তিক পূজা।

Advertisement

আগামী ১৭ নভেম্বর রাত ১ টা ১৯ মিনিটে (প্রায়) সূর্য রাশি পরিবর্তন করে তুলা থেকে বৃশ্চিক রাশিতে গমন করবে।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে –

বাংলার – ৩০ কার্ত্তিক, শুক্রবার।

ইংরেজি – ১৭ নভেম্বর, শুক্রবার।

তিথি – (শুক্ল পক্ষ) চতুর্থী।

শ্রী শ্রী কার্ত্তিক পূজা।

শ্রী শ্রী মিত্র (ইতু) পূজারম্ভ, মাস ব্যাপী আকাশ দ্বীপ প্রদান সমাপ্ত।

গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে –

বাংলার – ৩০ কার্ত্তিক, শুক্রবার।

ইংরেজি – ১৭ নভেম্বর, শুক্রবার।

তিথি – (শুক্লপক্ষ) চতুর্থী।

শ্রী শ্রী কার্ত্তিক পূজা।

শ্রী শ্রী মিত্র (ইতু) পূজারম্ভ, মাসব্যাপী আকাশ দীপদান সমাপন।

আরও পড়ুন
Advertisement