Astrological Prediction

লম্বা ছুটি কাটিয়ে কাজে ফিরবেন? কোন রাশির জাতকদের ভাগ্যে বসের ভর্ৎসনা জুটবে জেনে নিন

আগামী নভেম্বর মাসের গ্রহের অবস্থান অনুযায়ী কোন রাশির জাতকদের ভাগ্যে বসের ভর্ৎসনা জুটবে? রইল হদিশ।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৩ ১৪:০৪
How will you fare in your professional life this November 2023 according to your zodiac signs.

—প্রতীকী ছবি।

মেষ রাশিতে বক্র গতিতে অবস্থান বৃহস্পতির । সিংহ রাশিতে অবস্থান শুক্রের। ৩ নভেম্বর শুক্র রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে। কন্যা রাশিতে মাসের প্রথম দিন অবস্থান করবে কেতু, ৩ নভেম্বর হইতে কেতু এবং শুক্র সহাবস্থান করবে কন্যা রাশিতে। তুলা রাশিতে মাসের প্রথম দিন রবি, মঙ্গল, এবং বুধ একত্রে অবস্থান করবে। বুধ ৬ নভেম্বর , মঙ্গল ১৬ নভেম্বর এবং রবি ১৭ নভেম্বর রাশি পরিবর্তন করে পরবর্তী রাশিতে গমন করবে। বুধ ২৭ নভেম্বর ধনু রাশিতে গমন করবে। কুম্ভ রাশিতে অবস্থান করবে শনি । ৪ নভেম্বর শনি গতি পরিবর্তন করবে। মীন রাশিতে অবস্থান রাহুর।

Advertisement

মেষ রাশির কর্মক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে অবস্থান, মাসের প্রথম অর্ধে কর্মক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা। মাসের দ্বিতীয় অর্ধে মঙ্গলের রাশি পরিবর্তনের পর দৃষ্টি সম্পর্কের কারণে ফলের পরিবর্তন ঘটবে।

বৃষ রাশির কর্মক্ষেত্র অধিপতির শুভ অবস্থান। কর্মক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা। মাসের দ্বিতীয় অর্ধে কর্মক্ষেত্রে ফলের পরিবর্তন ঘটবে।

মিথুন রাশির কর্মক্ষেত্রে রাহুর অবস্থান। মাসের প্রথম অর্ধে কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যা এবং জটিলতার সৃষ্টির সম্ভাবনা হলেও দ্বিতীয় অর্ধে শুভ পরিবর্তনের সম্ভাবনা।

কর্কট রাশির কর্মক্ষেত্রে অবস্থান বৃহস্পতির কর্মক্ষেত্রের সহিত দৃষ্টি সম্পর্ক মঙ্গলের। কর্মক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

সিংহ রাশির কর্মক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

কন্যা রাশির কর্মক্ষেত্রে মাসের প্রথম এবং শেষ সপ্তাহে শুভফল প্রাপ্ত হলেও মধ্য দুই সপ্তাহে আশানুরূপ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

তুলা রাশির কর্মক্ষেত্রের সহিত রাহুর দৃষ্টি সম্পর্ক। কর্মক্ষেত্রে উত্থান পতনের এবং জটিলতা সৃষ্টির সম্ভাবনা।

বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রের সহিত বৃহস্পতি এবং শনির দৃষ্টি সম্পর্ক কর্মক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

ধনু রাশির কর্মক্ষেত্রে অবস্থান কেতুর। কর্মক্ষেত্রে কোন না কোন কারণে অতৃপ্ততা অপুরনতা প্রাপ্তির সম্ভাবনা।

মকর রাশির কর্মক্ষেত্রে অবস্থান রবি বুধ এবং মঙ্গলের। দৃষ্টি সম্পর্ক বৃহস্পতির সহিত। কর্মক্ষেত্রে শুভফল প্রাপ্তির সম্ভাবনা।

কুম্ভ রাশির মাসের প্রথম অর্ধে কর্মক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্ত হলেও শেষ অর্ধে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন।

মীন রাশির কর্মক্ষেত্রের সহিত কর্মক্ষেত্র অধিপতির দৃষ্টি সম্পর্ক কর্মক্ষেত্রে শুভফল দান করবে।

Advertisement
আরও পড়ুন