ঘরে লাফিং বুদ্ধ রাখলে শান্তি থাকে। ছবি: সংগৃহীত।
ফেংশুইয়ের কিছু ঘর সাজানোর জিনিস আমাদের জীবনে নানা ধরনের উপকারে আসে। এই শোপিস যদি ঘরে রাখা হয়, তা হলে জীবনে নানা সমস্যার হাত থেকেও মুক্তি পাওয়া যায়। ঘরের নেগেটিভ এনার্জি দূর করে, পজিটিভ এনার্জিতে ঘর ভরিয়ে রাখতে সাহায্য করে। এ ছাড়া নিজের ভাগ্যের মোড় ঘোরাতেও খুব ভাল সাহায্য করে এই শোপিসগুলি।
দেখে নেব কোন ধরনের শোপিস ঘরে রাখতে হবে—
ফেংশুই কচ্ছপ
ফেংশুই কচ্ছপ দু’রকমের হয়। যেমন ধাতব কচ্ছপ এবং ক্রিস্টালের কচ্ছপ। যদি ধাতব কচ্ছপ ঘরে রাখা হয়, তা হলে ঘরের উত্তর দিকে রাখতে হবে। এই দিকে ধাতব কচ্ছপ রাখলে খুব দ্রুত ঘরের শ্রীবৃদ্ধি করতে সাহায্য করে। এ ছাড়া, কর্মে সাফল্য আনতেও ব্যবসা বা চাকরিতে এই ধাতব কচ্ছপ সাহায্য করে।
ক্রিস্টালের কচ্ছপ ঘরের ভিতরের দিকে মুখ করে রাখতে হয়। জলের একটি পাত্রে ক্রিস্টালের কচ্ছপ রাখতে হয়। এই কচ্ছপ রাখলে ঘরের সুখ এবং সমৃদ্ধি দুই বৃদ্ধি পায়।
ফেংশুই পেঁচা
এই পেঁচার শোপিস ঘরে রাখলে অর্থনৈতিক সমস্যা খুব তারাতারি দূর হয়ে যায়।
ফেংশুই উট
এই উট বাড়িতে রাখলে আর্থিক উন্নতি হয়। এই শোপিস ঘর এবং অফিসে যেখানেই রাখা হোক, সেখানেই আর্থিক উন্নতি হয় দ্বিগুণ।
লাফিং বুদ্ধ
ঘরে লাফিং বুদ্ধ রাখলে শান্তি থাকে। ঘর পজিটিভ এনার্জিতে ভরে থাকে।