Astrological Tips

মস্তিষ্কের ব্যাধি দেখা দিতে পারে কি? কোন লক্ষণ বলে দেবে? কী বলে জ্যোতিষশাস্ত্র?

কিছু কিছু লক্ষণ বুঝিয়ে দেয় মস্তিষ্কে ব্যাধির আশঙ্কা রয়েছে। সেগুলি কী কী, তা চিনে রাখা যেতে পারে।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২২ ১০:৩৯
বৃদ্ধাঙ্গুল সুগঠিত না হলে এবং তালুর পেশি সঙ্কুচিত হলে মস্তিষ্কের ব্যাধির সম্ভাবনা বৃদ্ধি করে।

বৃদ্ধাঙ্গুল সুগঠিত না হলে এবং তালুর পেশি সঙ্কুচিত হলে মস্তিষ্কের ব্যাধির সম্ভাবনা বৃদ্ধি করে। প্রতীকী ছবি।

চন্দ্র মনের কারক। মন এবং মানসিক অসুস্থতার ক্ষেত্রে চন্দ্র গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

চন্দ্র ও শনির ক্ষেত্রে চন্দ্রের ন্যায় চিহ্ন মস্তিষ্কের ব্যাধি বা মানসিক ব্যাধির আশঙ্কা নির্দেশ করে।

Advertisement

চন্দ্রের ক্ষেত্রের নিম্নে তারা (স্টার) চিহ্ন, মঙ্গলের ক্ষেত্রে গ্রিল চিহ্ন, মস্তিষ্কের রক্তস্রাবের বা রক্তক্ষরণের সম্ভাবনা নির্দেশ করে।

শিররেখা মস্তিস্ক সম্পর্কিত বিভিন্ন বিষয় নির্দেশ করে।

শিররেখা রক্তিম হলে বা বেঁকে চন্দ্রের ক্ষেত্র পর্যন্ত প্রসারিত হলে মস্তিষ্কের রোগ বা মানসিক রোগের সম্ভাবনা বৃদ্ধি করে।

শিররেখার বিভিন্ন স্থানে লাল বার বা একাধিক রেখা দ্বারা শিররেখা কাটা হলে মস্তিষ্কের ব্যাধি নির্দেশ করে।

শিররেখার উপর দ্বীপ চিহ্ন, একাধিক বিন্দু, চেন চিহ্ন এবং শিররেখা ঢেউ খেলানো হলে মস্তিষ্কের ব্যাধির নির্দেশ করে।

শিররেখার শুরুতে যদি দ্বীপ চিহ্ন দেখা যায়, তা মস্তিষ্কের ব্যাধি নির্দেশ করে।

বৃদ্ধাঙ্গুল সুগঠিত না হলে এবং তালুর পেশি সঙ্কুচিত হলে মস্তিষ্কের ব্যাধির সম্ভাবনা বৃদ্ধি করে।

মস্তিষ্কের বা মনের বিষয়ে বুধ গ্রহের প্রভাবও কম নয়।

গ্রিল অফ ভেনাস (বুধের ক্ষেত্র থেকে বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত রেখা যা গ্রিল ও ভেনাস নামে পরিচিত) ভাঙা হলে এবং চন্দ্রের ক্ষেত্রে তারা চিহ্ন থাকলে তা হিস্টিরিয়া এবং মানসিক রোগের আশঙ্কা বৃদ্ধি করে।

Advertisement
আরও পড়ুন